Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যায় না: জেডিইউ সাংসদের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

Kibria Ansary

Published: 22 July, 2024, 06:45 PM
বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যায় না: জেডিইউ সাংসদের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই: বিহার রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি দীর্ঘদিনের। মোদি সরকারের ৩.০ সরকার গড়তে সর্মথণ জানায় এনডিএ শরিক জেডি (ইউ)। মোদিকে সর্মথণ জানানোর লক্ষ্যই ছিল বিশেষ মর্যাদা পাওয়া। সোমবার থেকে শুরু হওয়া অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন কেন্দ্রীয় সরকার সাফ জানাল, ২০১২ সালের আন্তঃমন্ত্রক গ্রুপ (IMG) রিপোর্ট অনুসারে বিহারকে বিশেষ মর্যাদা দেওয়া যায় না। বিহার রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়ার প্রসঙ্গে কেন্দ্রের ভূমিকা কি! বিষয়টি জানতে চেয়ে প্রশ্ন করেন জেডিইউ সাংসদ রামপ্রীত মণ্ডল। তাঁর প্রশ্নের লিখিত জবাবে সংসদে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, "বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার বেশকিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলি হল- (১) পার্বত্য ও দুর্গম ভূখণ্ড, (২) নিম্ন জনসংখ্যার ঘনত্ব এবং উপজাতীয় জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ, (৩) প্রতিবেশী দেশগুলির সাথে সীমান্তে কৌশলগত অবস্থান, (৪) অর্থনৈতিক ও অবকাঠামোগত অনগ্রসরতা এবং (৫) রাষ্ট্রীয় অর্থের অকার্যকর প্রকৃতি। উপরে উল্লিখিত বৈশিষ্ট্যের কারণ এবং রাজ্যের অদ্ভুত পরিস্থিতির সমন্বিত বিবেচনার ভিত্তিতে অতীতে জাতীয় উন্নয়ন কাউন্সিল (NDC) দ্বারা কিছু রাজ্যকে পরিকল্পনা সহায়তার জন্য বিশেষ ক্যাটাগরি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। যেগুলি বিশেষ বিবেচনার প্রয়োজনে বেশ কয়েকটি বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়েছিল।"

অর্থ প্রতিমন্ত্রী বলেন, "এর আগে, বিহারের বিশেষ মর্যাদার দাবির বিবেচনা করে আন্তঃমন্ত্রক গোষ্ঠী (IMG) ৩০ শে মার্চ ২০১২ সালে একটি রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে আইএমজি জানিয়েছিল, বিদ্যমান এনডিসি মানদণ্ডের ভিত্তিতে বিহারের জন্য বিশেষ মর্যাদার কথা বলা বা সুপারিশ করা হয়নি।"

এর আগে গত রবিবার রাষ্ট্রীয় জনতা দল (RJD) নেতা মনোজ কুমার ঝা বলেছিলেন, বিহার বিশেষ রাজ্যের মর্যাদা এবং একটি বিশেষ প্যাকেজ চাই। বিহার ও ঝাড়খণ্ড বিভাজনের সময় থেকেই বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবি জানিয়ে আসছে। তিনি বলেন, "বিহারের (বিশেষ রাজ্যের মর্যাদা) এই দাবিকে অনেকে অবাস্তব বলে অভিহিত করেছেন। বিহার ও ঝাড়খণ্ড বিভাজনের সময় থেকেই বিশেষ রাজ্যের মর্যাদা দাবি জানিয়ে আসছে। রাজনৈতিক দলগুলি ছাড়াও আমরা কেন্দ্রীয় সরকারের নীতিতে পরিবর্তন চাই। যারা বিহারকে শ্রম সরবরাহের কেন্দ্র হিসাবে বিবেচনা করে। আমরা বিশেষ রাজ্যের মর্যাদা এবং বিশেষ প্যাকেজ দুটোই চাই।" উল্লেখ্য, গত রবিবার ওয়াইএসআরসিপি এবং বিজেডি এক সর্বদলীয় বৈঠকে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে।

Leave a comment