কলকাতাSunday, 17 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বহুতল থেকে ঝাঁপ যুবকের! নেপথ্যে কোন ঘটনা

mtik
April 17, 2022 3:56 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্ক :  মানসিক অবসাদে বহুতল থেকে ঝাঁপ যুবকের। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, সল্টলেকের মহিসবাথান  এলাকায়। আত্মঘাতী যুবকের নাম লাল্টু পাল। পেশায় ড্রাই ফুড ব্যবসায়ী। লাল্টু পাল কর্মসূত্রে সল্টলেকের মহিসবাথানে থাকলেও , মালদহের বাসিন্দা সে।

স্থানীয় সূত্রে খবর, ড্রাই ফুডের ব্যবসা করত লাল্টু পাল। কিন্তু দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন তিনি। স্ত্রীর সঙ্গে প্রায় ঝামেলা লেগেই থাকতো। দিনের পর দিন ঝামেলা না কমে , বাড়তেই থাকে। প্রায়শও এই ঝামেলা ভয়ঙ্কর রুপ ধারণ করত। বচসার জেরে বিবাহ বিচ্ছেদের মামলাতেও জড়িয়ে পরে সে। সর্বশেষে, বিবাহ বিচ্ছেদ হয় তার।

স্ত্রীর সঙ্গে ১০ -১২ দিন আগে বিবাহ বিচ্ছেদ হয় লাল্টু পালের। কিন্তু কোনও মতেই এই বিচ্ছেদ সহ্য করতে পারছিলেন না তিনি। ফলে মানসিক ভাবে ভেঙে পরে এই ব্যবসায়ী। আর তারপর থেকেই,  মানসিক অবসাদে ভুগতে থাকে।স্থানীয় সূত্রে খবর, সল্টলেকের মহিসবাথানে একটা ভাড়া বাড়িতে স্ত্রীর সঙ্গে থাকত সে। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, একাই থাকতো ওই ভাড়া বাড়িতে। আর ওই বাড়ির পাশেই একটি বহুতল বাড়ি তৈরি হচ্ছে। মানসিক অবসাদের জেরে ওই নির্মীয়মাণ বহুতল থেকে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন মালদহের বাসিন্দা লাল্টু পাল। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।

ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছে এই যুবক। তবুও, ঘটনাটা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই আত্মঘাতী যুবকের পরিবারকে খবরটি জানিয়েছে পুলিশ।