পুবের কলম ওয়েবডেস্ক: আগুনে পুড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মন্ডল পাড়ায়। তবে ঘটনার পিছনে দায়ী কারা ? নাকি নিছকই একটা দুর্ঘটনা ! তার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিগত কয়েক দিন ধরে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। কয়েকদিন আগেই ট্যাংরার ভয়াবহ আগুন সাধারণ মানুষকে আশঙ্কিত করে তুলেছিল। আবার পুনরাবৃত্তি মহেশতলার আক্রাতে। তবে এটা কোনও কারখানা নয়, আগুন লেগেছে একটা বাড়িতে। দগ্ধ অবস্থায় বার করা হয়েছে এক মহিলা আর তার দুই সন্তান কে।
দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার আক্রা কৃষ্ণনগর পূর্ব মন্ডল পাড়ায় গোপাল গায়েন দোতলার এক বাড়িতে থাকতেন। তার বাড়ি সংলগ্ন একটি টালির বাড়িও রয়েছে। ওই বাড়িটি ভাড়ায় দিয়েছে গোপাল গায়েন । বাড়িটিতে প্রভাস মণ্ডল নামে এক সবজি বিক্রেতা তার স্ত্রী ও দুই পুত্র সহ থাকতেন।
স্থানীয় সূত্রে খবর, প্রভাস মণ্ডল পেশায় সবজি বিক্রেতা হওয়ায় অনেক ভোরে উঠতে হয় তাকে। তাই রাতে প্রায় বাড়ি ফেরেন না। সবজির দোকানেই থেকে যাই। এদিনেও কোনও ব্যতিক্রম হয়নি। রীতিমত সবজির দোকানে ছিল সে। এদিকে হটাৎ মাঝ রাতে পোড়ার গন্ধ পেয়ে স্থানীয় দের মধ্যে কয়েকজন বাড়ির থেকে বেরিয়ে আসে। ততক্ষণে আগুন লেগে গেছে একতলার একাংশে। তড়িঘড়ি করে এলাকার মানুষজনকে খবর দেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকল আসার পূর্বে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে।
পুলিশকে খবর দেওয়া হলে ,পুলিশ এসে দেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলেই অনুমান করা হচ্ছে। ইতিমধ্যে, মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।