পুবের কলম ওয়েবডেস্ক : মসজিদ শব্দটার সঙ্গে প্রতিটি মুসলিম পরিচিত।মসজিদ হল ইবাদতের জায়গা। এই শব্দটির আভিধানিক অর্থ হল সেজদার স্থান। শব্দটি আরবি ভাষা থেকে এসেছে। মুসলমানদের প্রথম ও শ্রেষ্ঠ ইবাদতের জায়গা এই মসজিদ। প্রতিটি মসজিদ সুন্দর ও পাক পবিত্র। তবে আজ আমরা আলচনা করব বিশ্বের ১০ টি সুন্দর ও বৃহৎ মসজিদ নিয়ে।যেগুলি সমগ্র বিশ্বে জনপ্রিয়তা কুড়িয়েছে। মুসলিমরা এক আল্লাহ ব্যতীত কারও কাছে মাথা নত করেন না। সেই মাথা নত করার জায়গা হল এই মসজিদ। দেখে নিন বিশ্বের অসাধারণ সুন্দর মসজিদগুলি –
মসজিদ-উল-হারাম, সউদি আরব : সউদি আরবে অবস্থিত এই মসজিদটি বিশ্বের বৃহত্তম মসজিদ গুলোর মধ্যে একটি। শুধু সৌন্দর্যে না রূপে ও আকারে মসজিদ-উল-হারাম মসজিদের বিশালতা অনেক। পবিত্র হজের সময় একসঙ্গে প্রায় ৪০ থেকে ৪৫ লাখ মুসলিম এই মসজিদে সালাত আদায় করতে পারে।
মসজিদে নববী, সউদি আরব : ইসলাম ইতিহাসে শেষ নবী হলেন, হযরত মোহাম্মাদ (সা.)। স্বয়ং উনি এই মসজিদ গঠন করেছেন। ওনার নাম আনুসারে এই মসজিদটির নামকরণ হয় মসজিদে নববী হিসেবে। মসজিদে নববীও সউদি আরবে অবস্থিত, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ও সুন্দর মসজিদ মসজিদে নববী ।
মসজিদে আল আকসা, ফিলিস্তিন : মুসলমান জাতির প্রথম কিবলা মসজিদ । যে ফিলিস্তিনি মানুষরা বিশ্বে এত অত্যাচারিত ,নিপীড়নের শিকার হচ্ছে ,তাদের দেশেই অবস্থিত এই মসজিদ। এই মসজিদটির অপর নাম বায়তুল মোকাদ্দাস।
এছাড়াও রয়েছে ,
মসজিদে হাসান (দ্বিতীয়), মরক্কো
সুলতান ওমর আলী সাইফুদ্দিন মসজিদ, ব্রুনাই
জহির মসজিদ, মালয়েশিয়া
ফয়সাল মসজিদ, পাকিস্তান
তাজ-উল-মসজিদ, ভারত
বাদশাহি মসজিদ, পাকিস্তান
সুলতান মসজিদ, সিঙ্গাপুর