পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ১৮.১৪ শতাংশ।
ভোট দিলেন একনাথ শিন্ডে
ভোট দিলেন সুনীল শেট্টি
ভোট দিলেন সুভাষ ঘাই
ভোট দিলেন কার্তিক আরিয়ান
ভোট দিলেন বিজেপি ঘনিষ্ঠ অক্ষয় কুমার
আজ মহারাষ্ট্র ও ঝাড়ণ্ডে বিধানসভা নির্বাচন। একই সঙ্গে ১৪টি রাজ্যের কয়েকটি আসনে উপনির্বাচনও রয়েছে। বুধবার ঝাড়খন্ড বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। ভোট হবে ৩৮ আসনে। মহারাষ্ট্রে অবশ্য ২৮৮ আসনে ভোট হবে এক দফাতেই। ২৩ নভেম্বর হবে ফল প্রকাশ। প্রচুর পরিমাণ টাকা, মাদক এবং অন্যান্য মূল্যবান জিনিস বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে হাজার কোটি নগদ টাকা, মূল্যবান জিনিস ও মাদক বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড থেকেই বাজেয়াপ্ত হয়েছে ৮৫৮ কোটি টাকার নগদ ও বিভিন্ন সামগ্রী। নির্বাচন কমিশন জানাচ্ছে, এই পরিমাণটি হল ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের থেকে প্রায় সাত গুণ বেশি।
আরও পড়ুন: দ্বিতীয় দফার ভোট শুরু ঝাড়খণ্ডে
দুই রাজ্যে বিধানসভা ভোট থাকলেও মহারাষ্ট্রের দিকেই নজর দেশবাসীর। অনেকে মনে করছেন মারাঠাবাসী বোর ‘গদ্দার’দের ওপর আস্থা রাখবে না। যে কায়দায় শিন্ডে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং অজিত উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তা মারাঠাবাসী ভালো চোখে দেখছে না বলে মনে করছে অনেকে। তাছাড়া মোহাজোটের কথা বললেও অজিত পাওয়ার নির্বাচনের মাঝেও অন্য সুরে কথা বলেছেন। তা দেখেশুনে অনেকেই মনে করেছেন যেকোনো সময় কাকার শিবিরে সদলবলে ভিড়ে যেতে পারেন অজিত।
আরও পড়ুন: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন: সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ৬. ৬১ শতাংশ
‘ডিকোডার’-এ খ্যাতনামা সাংবাদিক প্রণয় রায় অজিত পাওয়ারকে জিজ্ঞাসা করেন ভোট শেষে তিনি কাকার শিবিরের ফিরে যাবেন কিনা? ড. প্রণয় রায় বলেন, ‘আপনি তো আগেই বলেছিলেন, রাজনীতিতে আদর্শ বলে কিছু হয় না। এটা একটা যুদ্ধ। যেখানে জয়ী হওয়াটাই মূল কথা । তাহলে কি বোর কাকার শিবিরে ফিরে যাবেন?’ প্রণয় রায়কে জবাবে অজিত বলেন, ভোটের ঠিক আগে এ বিষয়ে তিনি মুখ খুলবেন না। তার থেকে অনেকে বলছেন, যে কোনো সময় ঘুরে যেতে পারে খেলা। ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিজেপি এগিয়ে রাখছে বেশিরভাগ সমীক্ষা জনমত সমীক্ষায়। তবে অনেকে বলছে মহারাষ্ট্রে বিজেপির জন্য চাপ আছে।
1 Comment
Pingback: পরিস্থিতি অবনতি ঘটবে, বেলডাঙায় যাওয়ার পথে ‘গ্রেফতার’ সুকান্ত মজুমদার – Puber Kalom – Bengali News Daily