পুবের কলম প্রতিবেদক: এবার রাজ্য মেডিক্যালের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীকে অপসারণের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের নিয়োগ নিয়ে আগেও বহু কথা হয়েছিল। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন থেকেও একাধিকবার স্বাস্থ্য ভবনে চিঠি পাঠিয়ে রেজিস্ট্রারের পুনর্নিয়োগ নিয়ে সরব হয়েছিল। অবিলম্বে মেডিক্যাল কাউন্সিলের সভাপতিকে নতুন রেজিস্ট্রার নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতরের অতিরিক্ত সচিব ডা. অনিরুদ্ধ নিয়োগী।
রেজিস্ট্রার পদে অন্য কাউকে নিয়োগ করার নির্দেশ দিয়ে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান ডা. সুদীপ্ত রায়কে চিঠি লিখলেন স্বাস্থ্যসচিব। চিঠিতে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছে, রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রারের যে পুনর্নিয়োগ হয়েছিল তা নিয়ম মেনে হয়নি।
1 Comment
Pingback: ডিসেম্বরে ঢাকায় ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের বৈঠক – Puber Kalom – Bengali News Daily