কলকাতাWednesday, 6 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবার ভুয়ো খবর রুখতে আসছে হোয়াটস অ্যাপের নয়া ফিচার

mtik
April 6, 2022 9:20 am
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: এবার থেকে যে কোনও মেসেজ হোয়াটসঅ্যাপে কেবল মাত্র একটি গ্রুপেই ফরোয়ার্ড করা যাবেযে কোনও মেসেজ গ্রুপে ফরোয়ার্ড করার ক্ষেত্রে সীমা বেঁধে দিচ্ছে হোয়াটসঅ্যাপএতদিন একটা মেসেজ একসাথে বহু গ্রুপে ফরোয়ার্ড করা যেত,যার মাধ্যমে অনেক ভুল গুজবও ছড়াতোকিন্তু এখন থেকে একটা মেসেজ কেবল মাত্র একটা গ্রুপেই ফরোয়ার্ড করা যাবেটেস্টিংয়ের জন্য বিটা অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে ফিচারটি আগেই পৌঁছে গিয়েছিলএবার আইওএস ব্যবহারকারীদের টেস্টিংয়ের জন্যও ফিচারটি রোলআউট হতে চলেছে

এই ফিচারটি সর্বপ্রথম নজরে আনে হোয়াটসঅ্যাপের ফিচার্স ট্র্যাকার ডব্লুএবিটাইনফোএকটি ব্লগপোস্টে লেখা হচ্ছে, “একের বেশি গ্রুপে এবার থেকে আর হোয়াটসঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড করা যাবে নাভুল তথ্য এবং স্পাম মেসেজের রমরমা কমাতেই এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।” ইতিমধ্যেই বাছাই করা কিছু অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের জন্য মেসেজ ফরোয়ার্ডিংয়ের ক্ষেত্রে এই লিমিটেশনের ফিচারটি উপলব্ধ করা হয়েছেজানা গিয়েছে, হোয়াট অ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড আপডেটের পরে সমস্ত অ্যান্ড্রয়েড উপভোক্তাদের কাছে ফিচারটি পৌঁছে যাবেআর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে পারবেন