বিশেষ প্রতিবেদন: হোয়াটস অ্যাপে কারুর সঙ্গে কথা বলছেন, তখনই হয়তো পাশ থেকে আপনার চ্যাটের উপর কেউ নজর রাখছে! কি বিরক্তিকর পরিস্থিতি। তাহলে এই অবস্থা থেকে বাঁচবেন কিভাবে। তবে চিন্তার কিছু নেই, কারণ সমস্যা থাকলে তার সমাধানও আছে।
হোয়াটস অ্যাপে এমনই নয়া ফিচার রয়েছে, যেখানে আপনি কারুর সঙ্গে গোপন কথোপকথন গোপনই রাখতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক হোয়াটস অ্যাপের নয়া ফিচার চ্যাট লক-এর সম্পর্কে।
এই ফিচারের অন্যতম বৈশিষ্ট হল, আপনার একান্ত নিজস্ব কথোপকথনগুলি একটি বিশেষ ফিচারের সাহায্যে একটি নির্দিষ্ট ফোল্ডারে স্টোর করে রাখা যাবে। সেখানে কার সঙ্গে কথা হচ্ছে, তার নামটিকে আপনি গোপন রাখতে পারবে। পাশাপাশি সেই গোপন মেসেজের নোটিফিকেশন আসবে না, দেখা যাবে না লেখাও। পাশাপাশি স্মার্টফোনগুলিতে হোয়াটস অ্যাপ অ্যাপ্লিকেশন পুরোপুরি লক করার জন্য বায়োমেট্রিক ছাপ বা পিন কোড দিয়ে লক করে রাখার ব্যবস্থা আছে। এতে ব্যবহারকারিরা ছাড়া আর কেউ কোনও চ্যাট বক্স খুলতে পারবে না।
কেউ ফোনের লক খুলে ফেললেও এমনকি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন খুলে নাড়াচাড়া করলেও আপনার গোপন চ্যাটের হদিশ তিনি পাবেন না, নির্দিষ্ট পিন কোড বা বায়োমেট্রিক্স ছাড়া। এই নয়া নতুন চ্যাট লক ব্যবহার করতে গেলে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটেড ভার্সন ডাউনলোড করতে হবে। এর পর যাঁর সঙ্গে চ্যাটটি লক করতে চান তাঁর প্রোফাইল পিকচারে যেতে হবে, সেখানেই মিলবে নতুন অপশন, চ্যাট লক। সেটিকে এনেবেল করার পরে অথেন্টিকেট করতে হবে আপনার ফোনের পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্স দিয়ে।
হোয়াটসঅ্যাপ তার গোপনীয়তা বৈশিষ্ট্যগুলিকে হাইলাইট করতে একাধিক নতুন ফিচার এনেছে। যা আপনার বার্তাগুলিকে সুরক্ষিত করে। যার
মধ্যে ডিফল্টরূপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, চ্যাট লক, লুকানো অনলাইন উপস্থিতি, গোপনীয়তা চেকআপ এবং আরও অনেক কিছু রয়েছে৷
ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের তরফে প্রাইভেসি সেটিংয়ে একাধিক বিষয় যুক্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, স্ক্রিনশট ব্লকিং, কে স্টেটাস মেসেজ দেখবেন তা ঠিক করা, লাস্ট সিন বন্ধ রাখা– প্রভৃতি।
হোয়াটসঅ্যাপ বলে যে, এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ব্যক্তিগত বার্তাগুলি আপনার এবং আপনি কাকে পাঠান তার মধ্যেই থাকবে। ব্যবহারকারীরা কোন বার্তাগুলি চারপাশে এবং কতক্ষণ রাখবে তাও নিয়ন্ত্রণ করতে পারে। এছাড়া সেগুলি পাঠানোর পরে সেগুলিকে অদৃশ্য হয়ে যায় এবং তাদের গোপনীয়তা সেটিংস কাস্টমাইজ করে বেছে নিতে পারে যে তারা কখন অনলাইনে থাকে এবং কখন তারা শেষবার হোয়াটস অ্যাপ ব্যবহার করে তা দেখতে পারে।
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের কথোপকথনে গোপনীয়তা রক্ষা নিয়ে সম্প্রতি অভিযোগ উঠেছে মেটার বিরুদ্ধে। তার জবাবও দিয়েছে মেটা। দাবি করেছে, সমস্যা তাদের নয়, গুগলের টেকনিক্যাল সমস্যাই এর কারণ। এসবের মধ্যেই কথোপকথন আরও বেশি সুরক্ষিত করতে নতুন চ্যাট লক প্রযুক্তি নিয়ে এল মেটা।