পুবের কলম ওয়েবডেস্কঃ গত শনিবার গোয়ার প্রমোদতরী থেকে মাদক কান্ডে আটক করা হয় বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ও তার ৬ বন্ধুকে।
প্রায় ১৬ ঘন্টা টানা জেরার পর গত রবিবার দুপুরে এনসিবি গ্রেফতার করে শাহরুখ পুত্রকে। সেই থেকে এনসিবি হেফাজতেই আছেন আরিয়ান। আগামীকাল বৃহস্পতিবার তাকে ফের আদালতে পেশ করবে এনসিবি। তবে সংবাদসংস্থা সূত্রের খবর জেরায় সহযোগিতা করছেন তিনি। আরিয়ান জানিয়েছেন নিজের বাবার সঙ্গে দেখা করতে গেলেও আগাম অ্যাপয়েণ্টমেন্ট নিতে হত।
তবে বাড়ির খাবার নয় এনসিবি মেস থেকেই আরিয়ান সহ অন্য অভিযুক্তদের খাবার দেওয়া হচ্ছে ।
শাহরুখ পত্নী গৌরী খান ছেলের প্রিয় বার্গার নিয়ে গেলেও তা ফিরিয়ে দেন আধিকারিকরা। এনসিবি মেসের ডাল- চাপাটি, চাউলেই পেট ভরাতে হচ্ছে এই সেলেব কিডসকে।
আবেদন মঞ্জুর হওয়ার ফর এনসিবি কাস্টডিতে এক ঝলক ছেলের সঙ্গে দেখা করার সুযোগ পান শাহরুখ। সূত্রের খবর বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তরুণ আরিয়ান।
দেশের সবচেয়ে নামজাদা ক্রাইম ল ইয়ার সতীশ মানসিন্ডেকে নিয়োগ করা হয়েছে আরিয়ানের আইনজীবী হিসেবে। যদিও সতীশও আটকাতে পারেননি আরিয়ানের এনসিবি হেফাজত। মেলেনি জামিনও ।
খান পরিবারের এই দুর্দিনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বলিউড জুড়ে। সলমন খানের মত তারকা এসে পাশে দাঁড়িয়েছেন খান পরিবারের।
মনোবিদদের একাংশের মতে এই ধরণের সেলেব কিডসদের জীবনে ছোট থেকেই থাকে খ্যাতির বিড়ম্বনা। সেলেব বাবা-মা এর থেকে বিচ্ছিন্ন হয়ে যে জগতে এরা বড় হয়ে ওঠেন তাতে থাকে অন্ধকার জগতের হাতছানি।
যার ফাঁদে পড়ে কখন যে মাদকের মত নেশার চোরাবালিতে এরা হারিয়ে যান নিজেরাও বোঝেননা। নিজের জীবন দিয়ে এরা মূল্য চোকান। মাত্র ২৩ বছরের আরিয়ানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারই পরিনতি।