Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

২০২৫ সালের হজযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক হজ কমিটিতে

ইমামা খাতুন

Published: 10 August, 2024, 08:53 PM
২০২৫ সালের হজযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক হজ কমিটিতে

পুর্বের কলম প্রতিবেদকঃ ২০২৫ সালের হজ পলিসি নিয়ে শনিবার রাজ্য হজ কমিটির পাক সারকাস  কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমানের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান পূবের কলম কে বলেন ২০২৫ সালের মূল লক্ষ্য হচ্ছে রাজ্য থেকে হজ যাত্রী সংখ্যা বাড়ানো আর সেই লক্ষ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। ইতিমধ্যে জেলায় জেলায় পাসপোর্ট এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজ্য হজ কমিটি পাসপোর্ট এর আবেদনের জন্য সমস্ত রকম সহযোগিতা করছে । হজযাত্রীদের পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন যাতে আটকে না থাকে তার জন্য প্রত্যেক জেলায় ডিআইবি অফিসারদের উদ্যোগ নিতে বলা হয়েছে।

জেলা ডোমা অফিসার কেও পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন যাতে সরলীকরণ করা হয় সে ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে । প্রয়োজনীয় তথ্য জেলা ডোমা অফিসার প্রদান করবেন বলে খলিলুর রহমান জানান।

তিনি আরো বলেন আগামী বছরে হজ যাত্রার খরচ ২০২৪ এর মতই থাকার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় হজ কমিটি বিস্তারিত জানালে সে ব্যাপারে তথ্য প্রদান করা হবে। তবে এখন পর্যন্ত বলা যেতে পারে খরচ একই রকম হওয়ার সম্ভাবনা।

তিনি আরো বলেন ,২০২৫ এর জন্য যারা পাসপোর্ট এর আবেদন করবেন তাদের প্রয়োজনীয় নথি পরীক্ষার জন্য রাজ্যে যে তিনটি পিএসকে আছে সেখানে প্রদান করবেন কোন পোস্ট অফিসে যাবেন না। রাজ্যে তিনটি পিএসকে রয়েছে কলকাতা ,বহরমপুর এবং শিলিগুড়িতে ।এই তিনটি পিএসকেতেই নথি যাচাইয়ের জন্য যাওয়ার অনুরোধ করেছেন।

এ বছরও ৪৫ বছরের উদ্ধে কোন মহিলা যদি মেহেরাম ছাড়া হজ সম্পন্ন করতে যান সে ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য হজ কমিটি ।কিন্তু কিছু শর্ত মানতে হবে আবেদনকারী কে। এ দিনের বৈঠক উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শহীদুল্লাহ মুন্সী, বিধায়ক ফেরদৌসী বেগম, হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মুহাম্মদ নকী সহ হজ কমিটির সদস্য ও আমন্ত্রিত সদস্যরা। 

Leave a comment