Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

সাগরদিঘী থানায় পুজো কমিটিদের নিয়ে আলোচনা সভা

Bipasha Chakraborty

Published: 05 October, 2024, 06:01 PM
সাগরদিঘী থানায় পুজো কমিটিদের নিয়ে আলোচনা সভা

রহমতুল্লাহ, সাগরদিঘী: সাগরদিঘী ব্লকের সমস্ত দুর্গাপূজো কমিটিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করল সাগরদিঘী থানার পুলিশ, রবিবার সাগরদিঘী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটির সদস্যদের সচেতনতা বার্তা দেওয়া হয়। 


যেমন প্রতিটি পুজো মণ্ডপে যেন সিসিটিভি অবশ্যই থাকে, পূজোতে মাইক বাজলেও ফুল সউন্ডে ডিজে বক্স বাজানো কঠর ভাবে নিষিদ্ধ করেন, সেই সঙ্গে প্রতিটি পূজো মণ্ডপে বড়ো দরজা রাখার কথা বলেন, সোশ্যাল মিডিয়ায় কোন উস্কানিমূলক পোস্ট যেন না শেয়ার করে, সেই সঙ্গে পুজো বিসর্জন নিয়েও বিশেষ বার্তা দেন।



সাগরদিঘীর ওসি বিজন রায় জানান,  সাগরদিঘী ঐতিহাসিক পীঠস্থান সুতরাং সাগরদিঘীর সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব আমাদের, আমরা যেমন শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব করেছি তেমনি শান্তিপূর্ণভাবেই শারদীয়া উৎসবও করব, মসজিদের সামনে মাইক বাজানো থেকেও নিষিদ্ধ করেন সাগরদিঘী ওসি, একজন মানুষ আর একজন মানুষকে সহযোগিতা করায় হচ্ছে মানুষের আসল ধর্ম । 


 


এদিনের পুজো কমিটির  আলোচনা সভায় ছিলেন জঙ্গিপুরের এস. ডি. পি. ও প্রবীর মণ্ডল, সি.আই স্বরূপ বিশ্বাস, সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় শিকদার, আলিমপুর খানকা শরীফের হাফেজ কারী মাওলানা জাকির হোসেন, প্রাক্তন শিক্ষক সচিন পাল, অরূপ মন্ডল, প্ৰমুখ।

Leave a comment