Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

থ্রেট কালচার রুখতে কঠোর সিদ্ধান্ত, আর জি কর থেকে আজীবন বহিষ্কৃত দোষী চিকিৎসকরা

আবুল খায়ের

Published: 06 October, 2024, 12:51 AM
থ্রেট কালচার রুখতে কঠোর সিদ্ধান্ত, আর জি কর থেকে আজীবন বহিষ্কৃত দোষী চিকিৎসকরা

পুবের কলম, ওয়েব ডেস্কঃ থ্রেট কালচারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উল্লেখযোগ্য সাফল্য। শনিবার কলেজ কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আর জি কর থেকে আজীবনের মতো বহিস্কৃত হলেন ১০ জন চিকিৎসক। এদের বিরুদ্ধে র‍্যাগিং-সহ যৌন অপরাধের অভিযোগের কথাও সামনে এসেছে। অভিযুক্তরা হলেন
সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচী, সরিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সৎপাল সিংহ এবং তনভীর আহমেদ কাজী। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযু্ক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র খতিয়ে দেখতে তাঁদের নামগুলি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের কাছেও পাঠানো হবে। পাশাপাশি এদের বাড়িতেও অভিযোগপত্র পাঠানো হবে বলে জানা গেছে।

এ দিন দুপুর থেকে কলেজের প্ল্যাটিনাম
প্ল্যাটিনাম জুবিলি ভবনে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ, ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরাও। বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, হাসপাতালে ‘থ্রেট কালচার-এ অভিযুক্ত ৫৯ জনকে অবিলম্বে শাস্তি দিতে হবে। দীর্ঘ বৈঠকের পরেই নিজেদের সিদ্ধান্ত জানায় কাউন্সিল। এই দশজনের পাশাপাশি বাকি অভিযুক্তদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হয়েছে। সব অভিযুক্তের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। দোষীদের মধ্যে হাউস স্টাফ, ইন্টার্ন, পড়ুয়ারা আছে।

মোট ৫৯ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযু্ক্তদের মধ্যে ৪৩ জনকে হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আরজি করে হুমকি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, গত ৯ আগষ্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় নিহত হন তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ ও খুন করা হয় বলে অভিযোগ। তার পরেই আন্দোলনে নামে জুনিয়র চিকিৎসকরা। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কঠোর সিদ্ধান্তের পথে হাঁটল কলেজ কাউন্সিল।

Leave a comment