Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

হাওড়ায় লাইসেন্সবিহীন আধার সেন্টার, গ্রেফতার ৪

Bipasha Chakraborty

Published: 05 September, 2024, 08:45 PM
হাওড়ায় লাইসেন্সবিহীন আধার সেন্টার, গ্রেফতার ৪


আইভি আদক, হাওড়া:  অবৈধ এবং লাইসেন্সবিহীন আধার সেন্টার চালানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। ডোমজুড়ের বিডিও অফিসের কাছেই দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল ওই আধার সেন্টার। স্থানীয় মানুষ খবর পেয়ে পুলিশকে জানায়।


পুলিশ বাড়ির মালিক সহ ৪ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ছোট্টু ভট্টাচার্য (৩০), সৌমেন্দ্রনাথ কর (২৯), আলিফ গাজি (৩৭) এবং কৌশিক চক্রবর্তী (৫৬)। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ বেআইনিভাবে জালিয়াতি করে অতিরিক্ত টাকা নিয়ে আধার কার্ড তৈরি করত এরা।


এই অবৈধ কাজের জন্য অভিযুক্তরা ডোমজুড় বিডিও অফিসের পিছনে কৌশিক বাবুর বাড়িতেই একটি অফিস খোলে। পুলিশি জেরায় এই অপরাধের কথা স্বীকার করেছে ধৃতেরা। পুলিশের জেরায় অভিযুক্তরা জানায়, একটি সোস্যাল মাধ্যম থেকে পাওয়া নম্বরের ভিত্তিতে কম্পিউটার পেরিফেরাল, ইউজার নম্বর, পাসোয়ার্ড  পাওয়া গিয়েছিল।

এর মাধমে আধার সার্ভার লগ ইন করা যায়। এইভাবেই তারা অবৈধভাবে আধার তৈরি এবং আপডেটের কাজ করছিল। কাস্টমারদের কাছ থেকে এর বিনিময়ে মোটা টাকা নিত এরা। ধৃতদের কাছ থেকে একাধিক আধার কার্ড, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার, কিপ্যাড, মাউস প্রভৃতি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a comment