Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ, লকেট সহ দুই চিকিৎসককে সমন পাঠাল কলকাতা পুলিশ

Kibria Ansary

Published: 18 August, 2024, 02:49 PM
আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ, লকেট সহ দুই চিকিৎসককে সমন পাঠাল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ অগাস্ট: আরজি কর কাণ্ডে মহিলা চিকিৎসকের পরিচয় প্রকাশ্যে আনায় প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও দুই চিকিৎসককে সমন পাঠাল কলকাতা পুলিশ। এছাড়া আরজি কর কাণ্ডে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে আরও ৫৭ জনকে সমন জারি করেছে পুলিশ। রবিবার বিকেল তিনটে নাগাদ লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ডঃ কুণাল সরকার ও ডাঃ সুবর্ণ গোস্বামীকে আজই হাজিরা দিতে বলা হয়েছে।

হুগলি কেন্দ্রের প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েচেন, তিনি এখনও কোনও সমন পাননি। প্রাক্তন সাংসদ বলেছেন, "এই মামলার তদন্তের সময় পুলিশ যদি এমন তৎপরতা দেখাত, তবে আরও ভাল হত। সবাই মেয়েটির জন্য ন্যায়বিচার চায়।"

পুলিশের কাছ থেকে সমন পেয়েছেন বলে জানিয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কুণাল সরকার। তিনি বলেছেন, "হ্যাঁ, আমি সমন পেয়েছি। তবে এই মুহূর্তে আমি শহরের বাইরে রয়েছি এবং কলকাতা পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমি জানি না কেন তারা আমাকে ডেকেছে, তবে মনে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার কিছু মন্তব্য জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হয়তো সে কারণেই।"

এদিকে পূর্ব বর্ধমান জেলার ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডাঃ গোস্বামী জানিয়েছেন, তিনি এখনও সমন পাননি। ডেপুটি চিফ মেডিক্যাল অফিসারের কথায়, "এখনও কিছু পাইনি। কলকাতা পুলিশ যখন মামলার তদন্ত করছে না, তখন কেন আমাকে সমন পাঠাবে জানি না। আমি বলে আসছি যে আমি তদন্তে যথাসাধ্য সহযোগিতা করব। আমি নিহতের পরিচয় প্রকাশ করিনি বা কোনও গুজব ছড়াইনি।"

প্রসঙ্গত, শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, প্রচুর গুজব ছড়ানো হয়েছে যা তাদের তদন্তকে প্রভাবিত করেছে। এগুলি আইনশৃঙ্খলার পক্ষে হুমকিস্বরূপ।

Leave a comment