Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে রাস্তায় আইনজীবীরা

ইমামা খাতুন

Published: 19 August, 2024, 08:06 PM
তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের প্রতিবাদে রাস্তায় আইনজীবীরা

পুবের কলম,ওয়েবডেস্ক: তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। যার রেশ ছাপিয়ে পড়েছে দেশ-বিদেশে’ও। আন্দোলনে নেমেছে চিকিৎসকরাও। ডেকেছে কর্মবিরতির ডাক। সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে মাঠে নেমছেন সাধারণ মানুষ, রাজনৈতিক দল, টলিপাড়া, বুদ্ধিজীবীরা। সোমবার মাঠে নেমেছেন রাজ্যের আইনজীবীরা। সকলেরই একই দাবি, ন্যায়বিচার। সোমবার কালো রোব পরে হাতে পোস্টার নিয়ে মিছিল করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা।এর আগে খুব কমই মাঠে নামেন আইনজীবীরা। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সমাজের একাংশ।

এদিন আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় বলেন,  আরজি কর ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে পথে নেমেছি আমরা। একজন, ২ জন না কতজন অভিযুক্ত সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু ঘটনায় জড়িত সকলেই যেন বিচার পায়। কেউ বাদ না পড়ুক। তদন্তের ওপর প্রভাব খাটানো যায় না।  যদি কারও কোনও তথ্য দেওয়ার থাকে তারা সিজিও গিয়ে সিবিআই কে দিয়ে আসতে পারেন।’ সোশ্যাল সাইটে ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন।

সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী সেনগুপ্ত বলেন,  ‘আইনজীবীরা নেমেছেন, সাধারণ মানুষদেরও পথে নামা উচিত।’ এই গুলো দিন দিন ব্যধির রূপ ধারণ করছে।

 

Leave a comment