Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আরজি কর মেডিক্যাল কলেজ হামলার ঘটনায় ধৃত বেড়ে ৩৭

ইমামা খাতুন

Published: 19 August, 2024, 07:30 PM
আরজি কর মেডিক্যাল কলেজ হামলার  ঘটনায় ধৃত বেড়ে ৩৭

পুবের কলম,ওয়েবডেস্ক:  আর জি কর  হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জারি তদন্ত। এই আবহে সোমবার সকালে বাড়ল ধৃতের সংখ্যা। জানা গেছে, সংশ্লিষ্ট ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জন’কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল ২৪ জনকে। শনিবার আরও ৬ জনকে গ্রেফতার করা হয়। রবিবার গ্রেফতার হন আরও ৫ জন। সোমবার আরও ২ জন’কে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে গত ১৪ আগস্ট রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করে সমাজের সমস্ত স্তরের মানুষজন। জারি ছিল শান্তিপূর্ণ মিছিল। হঠাৎ শান্তিপূর্ণ মিছিল অশান্তির রুপ নেই। অভিযোগ, একদল দুষ্কৃতী আরজি কর হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায়। ভেঙে গুড়িয়ে দেয় এমারজেন্সি বিভাগ। এমনকি চিকিৎসকদের আন্দোলন মঞ্চও ভেঙে ফেলেন তারা। গুরুতর আহত হন সাধারণ মানুষ, ডাক্তার, সহ পুলিশ, সংবাদকর্মীরা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসেন কলকাতার সিপি বিনীত গোয়েল। তাঁর সঙ্গে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর সোশ্যাল সাইটে দোষীদের মুখে লালা দাগ করে খোঁজ দেওয়ার আর্জি জানায় কলকাতা পুলিশ। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করল তারা।

 

 

Leave a comment