Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

প্রায় একশো কোটি ব্যায়ে রামপুরহাট শহরের পঁচিশ বছরের জল সমস্যা সমাধান

Bipasha Chakraborty

Published: 11 July, 2024, 06:06 PM
প্রায় একশো কোটি ব্যায়ে রামপুরহাট শহরের পঁচিশ বছরের জল সমস্যা সমাধান

 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  রামপুরহাট শহরে এতদিন যেটুকু জল সমস‍্যা ছিল, তা পুরোপুরি মিটতে চলেছে। সাতাত্তর কোটি পঁচাশি লক্ষ আঠারো হাজার অর্থ ব‍্যয়ে রামপুরহাট থেকে কিছুটা দূরে বৈধরা ড‍্যামের কাছে ছয় একর জায়গার উপর ভূগর্ভস্থ জলাধারের কাজ সম্পূর্ণ। এখানে নদীর বাঁধের জল কম হওয়াই, উপরিতলের জল পাওয়া যাবে না। তাই বৃষ্টির জল সঞ্চয় করার ব‍্যবস্থা থাকবে। রামপুরহাট শহর জুড়ে আঠাশ কিমি পাইপ লাইন হবে।

এযাবৎ সতেরো হাজার দুশো বাড়িতে জল লাইনের টার্গেট করা হয়েছে। চাল ধোয়ানি পাড়ায় সাত লক্ষ এবং সাড়ে ছয় লক্ষ গ‍‍্যালন জলাধার করা হবে। প্রতি ঘরে একশো কুড়ি লিটার জল ধার্য করা হয়েছে। জল অপচয় রুখতে মিটার বসানো হবে।

ডেপুটি স্পীকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, নয় জুলাই টেন্ডার হয়ে গেয়েছে। সাত শো সত্তর দিনের মধ‍্যে কাজ সম্পূর্ণ করার টার্গেট ধরা হয়েছে। প্রজেক্টর কাজ সম্পূর্ণ হতে প্রায় একশো কোটিও হতে পারে। কুড়ি পঁচিশ বছর আর রামপুরহাটবাসীকে জলের জন‍্য ভাবতে হবে না। কাউকে জলের লাইনের টাকা বা জলকর লাগছে না।

Leave a comment