Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

নোংরা আবর্জনার স্তূপে পরিণত জয়নগর মজিলপুরের মতিলাল গঙ্গা, দূষণ ছড়াচ্ছে এলাকায়

Bipasha Chakraborty

Published: 05 August, 2024, 02:26 PM
নোংরা আবর্জনার স্তূপে পরিণত জয়নগর মজিলপুরের মতিলাল গঙ্গা, দূষণ ছড়াচ্ছে এলাকায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর মজিলপুর পুরসভা এলাকায় আদি গঙ্গা নোংরা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। দূর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়। জয়নগর মজিলপুর পুরসভা এলাকার মতিলাল গঙ্গায় প্রতিদিন ফেলা হচ্ছে আবর্জনা। প্লাস্টিক জমে ছড়াচ্ছে দূষণ। আর তাতে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। স্কুলের ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকারাও এই সমস্যায় তিতিবিরক্ত।জয়নগর- মজিলপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের আদি গঙ্গা যা মতিলাল গঙ্গা হিসাবে পরিচিত।

এই গঙ্গার পাশেই জয়নগর ইনস্টিটিউশন ফর গার্লস স্কুল এবং জয়নগর মজিলপুর পৌরসভা পরিচালিত আমন্ত্রণ কমপ্লেক্স আছে।এই স্কুলের তরফে ইতিমধ্যেই জয়নগর মজিলপুর পুরসভায় এ ব্যাপারে অভিযোগ করা হয়েছে।স্কুলের এক শিক্ষিকা বলেন, আবর্জনার দুর্গন্ধে শরীর খারাপ হয়ে যাচ্ছে ছাত্রীদের। যেভাবে প্রতিনিয়ত গঙ্গায় প্লাস্টিক থেকে শুরু করে নোংরা খাবার ফেলা হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে  পরিবেশের,ছড়াচ্ছে দূষণ। জল ক্রমাগত কালো হয়ে যাচ্ছে।পুরসভা থেকে সচেতনতার প্রচার করা হয়েছিল। কিন্তু তারপরে ও কোনও কাজ হয়নি।

এই প্রসঙ্গে জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, কিছু বাসিন্দা ও কিছু ব্যবসায়ী এই কাজ করে চলেছেন। আমরা মাইকিং করে সচেতনতার বার্তাও দিয়েছিলাম। এবারে পৌরসভার তরফে আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্কুলে যাওয়া আসার পথে দুর্গন্ধ নিত্য সঙ্গী ছাত্রী থেকে শুরু করে শিক্ষিকাদের। আবর্জনার গন্ধে সাধারণ পথচারীদেরও নাকে রুমাল দিয়ে যেতে হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, অসচেতনতাই এর জন্য দায়ী। কিছু বাসিন্দা আর রাস্তার পাশের দোকানদাররা রোজই গঙ্গায় আবর্জনা ফেলছে। পুরসভা কঠোর ব্যবস্থা নিক, এটাই আমরা চাই।

এক প্রবীণ বাসিন্দা বলেন, গঙ্গা এখন পুকুর হয়ে গিয়েছে। এখানে আগে মানুষ স্নান করতে পারত। এখন পারে না। যেভাবে  আবর্জনা ফেলা হচ্ছে, তাতে শীঘ্র ব্যবস্থা না নিলে বড় বিপদের মুখে পড়তে হবে আমাদেরকে।তাই এই পরিবেশ দূষণ থেকে এলাকাকে বাঁচানোর দাবি তুলেছেন পরিবেশ প্রেমীরা।

Leave a comment