Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'বন্যায় মানুষ আক্রান্ত, প্রাণ বাঁচানোই বড় কাজ' -ফের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা মুখ্যমন্ত্রীর

Bipasha Chakraborty

Published: 19 September, 2024, 04:17 PM
'বন্যায় মানুষ আক্রান্ত, প্রাণ বাঁচানোই বড় কাজ' -ফের জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা মুখ্যমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক:   বন্যা দুর্গত এলাকা থেকেই ফের চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, চিকিৎসকদের শুভবুদ্ধির উদয় হোক। জল নামলে সাপের উপদ্রব, মশা মাছির উপদ্রব বাড়বে। অনেক রোগ দেখা দেবে। আপনারা কাজে ফিরে আসুন। বন্যায় মানুষ আক্রান্ত, প্রাণ বাঁচানোই বড় কাজ। এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রীকে চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আহ্বান জানাতে দেখা গেছে


মুখ্যমন্ত্রী আগেই চিকিৎসকদের প্রতি সহমর্মিতার বার্তা দিয়ে বলেছিলেন, তোমাদের আমাদের খুব প্রয়োজন। চিকিৎসকদের মানুষ ভগবান মনে করে। কর্ম বিরতি চললেও রোগের কিন্তু বিরতি নেই। পরিষেবার মানোন্নয়ন হলেও কর্মবিরতির রোগীদের ভোগান্তি ক্রমশ বাড়ছে। জটিল রোগের চিকিৎসা হচ্ছে না, দূর-দূরান্ত থেকে মানুষকে চিকিৎসা করাতে এসে ফিরে যেতে হচ্ছে। রাজ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। ৭ লক্ষের বেশি মানুষ পরিষেবা পাননি।

এর আগে সুপ্রিম কোর্টও কর্মবিরতি তুলে নিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজের ফেরার নির্দেশ দিলেও এখনও আন্দোলনকারীরা নিজেদের সিদ্ধান্তে অটল। 

Leave a comment