Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বাংলাকে বঞ্চনা, স্বীকার কেন্দ্রের! এক্স হ্যান্ডেলে ‘প্রমাণ’ দিলেন ডেরেক

ইমামা খাতুন

Published: 04 August, 2024, 05:37 PM
বাংলাকে বঞ্চনা, স্বীকার কেন্দ্রের! এক্স হ্যান্ডেলে ‘প্রমাণ’ দিলেন ডেরেক



নয়াদিল্লি, ৪ আগস্টঃ বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্র। বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। সেই অভিযোগই এবার মান্যতা পেল। প্রমাণ হয়ে গেল, ১০০ দিনের কাজে বাংলাকে কানাকড়িও দেয়নি কেন্দ্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায় সহ দলের সমস্ত নেতৃত্ব কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন। শুধু তাই নয়, ১০০দিনের কাজের টাকা চাইতে দিল্লি পর্যন্ত অভিযান করেছিলেন অভিষেক। কিন্তু, তৎকালীন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তাঁদের সঙ্গে দেখা করেননি।

পরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জনের অফিসে যায় অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূলের প্রতিনিধি দল। দেখা করেননি সাধ্বী। শুধু তাই নয়, পুলিশকে দিয়ে তৃণমূলের প্রতিনিধি দলকে চরম হেনস্থা করা হয়। কৃষি ভবন থেকে তাঁদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। তারপরও একাধিকবার একশো দিনের কাজের টাকা নিয়ে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। 

কিন্তু, তারপরও টাকা মেলেনি। উল্টে একের পর এক টিম বাংলায় পাঠিয়েছে কেন্দ্র। সম্প্রতি, লোকসভায় বাংলার প্রতি এই বঞ্চনা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। ঝাঁঝাঁলো বত্তৃ«তায় তিনি অভিযোগ করেছিলেন, ১০০ দিনের কাজের মতো প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি কেন্দ্র। শুধু মিথ্যা বুলি আওড়ে যাচ্ছে। একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে সংসদে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বলেছিলেন, বাংলাকে টাকা দেওয়া হয়ে থাকলে শ্বেতপত্র প্রকাশ করে দেখাক কেন্দ্র। কিন্তু, কেন্দ্র তা করেনি।

তবে এবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের এক্স হ্যান্ডেলে এক পোস্টেই স্পষ্ট হয়ে গেল ‘দুধ কা দুধ, পানি কা পানি’। মান্যতা পেয়ে গেল অভিষেকের দাবি। রবিবার সকালেই ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় খোদ কেন্দ্রীয় সরকারেরই দেওয়া একটি পরিসংখ্যান তুলে ধরেছেন। তাতে দেখা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে ১০০ দিনের কাজ বাবদ বাংলাকে দেওয়া হয়েছে মাত্র ১,৬১৮ কোটি টাকা। আর ২০২৩-২৪ অর্থবর্ষে সেই বরাদ্দের অঙ্কটা পুরোপুরি শূন্য। ডেরেকের দাবি, কেন্দ্র যে বাংলাকে বঞ্চনা করছে এই পরিসংখ্যান তারই স্বীকারোক্তি। এক্স হ্যান্ডেলে ডেরেক লিখেছেন, ‘‘অবশেষে! সংসদে মোদি সরকার স্বীকার করে নিল মনরেগা ফান্ডে তাদের বাংলাকে দেওয়া টাকার পরিমাণ শূন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছিলেন এটা প্রমাণ করার জন্য যে, ২১-এর ভোটে বাংলায় হারার পর রাজ্যকে তারা কত টাকা দিয়েছে। রাজ্যসভায় কেন্দ্রের দেওয়া জবাব থেকে এখানে তার প্রমাণ দিলাম।’’ 
 

Leave a comment