Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অশান্ত বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনকারীদের সাযায্যের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

আবুল খায়ের

Published: 21 July, 2024, 08:13 PM
অশান্ত বাংলাদেশ থেকে প্রত্যাবর্তনকারীদের সাযায্যের কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রীর

 

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ কোটা আন্দোলনের জেরে পড়শি বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। যার জেরে  বিপাকে পড়ছে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন কাজে যাওয়া বিপুল সংখ্যক মানুষ। বাংলার কোনও মানুষ যদি অসুবিধায় পড়েন তাদের ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে বলে রবিবার শহীদ মঞ্চ থেকে ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি এ দিন বিকেলে মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে দেশে প্রত্যাবর্তনকারীদের সাহায্যের কথা জানিয়ে একটি পোস্ট করেন। এ দিনের এই পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, বিপর্যস্ত বাংলাদেশ থেকে শত শত শিক্ষার্থী এবং অন্যরা পশ্চিমবঙ্গ/ভারতে ফিরে আসছে। আমি আমাদের রাজ্য প্রশাসনকে প্রত্যাবর্তনকারীদের সমস্ত সাহায্য ও সহায়তা প্রদান করতে বলেছি। উদাহরণস্বরূপ, প্রায় ৩০০ শিক্ষার্থী আজ হিলি সীমান্তে পৌঁছায় এবং তাদের বেশিরভাগই নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে চলে গেছে: তাদের মধ্যে ৩৫ জনের সাহায্যের প্রয়োজন ছিল এবং আমরা তাদের সহায়তা করেছি। একইসঙ্গে তিনি এ দিনের পোস্টে ঐক্যের বার্তা দেন।  

 

 

Leave a comment