Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

রামপুরহাট মেডিক্যাল কলেজে সিটি স্ক‍্যান বন্ধ, খবর পেয়ে ছুটে এলেন কাজের মানুষ আশীষ

Kibria Ansary

Published: 04 August, 2024, 03:38 PM
রামপুরহাট মেডিক্যাল কলেজে সিটি স্ক‍্যান বন্ধ, খবর পেয়ে ছুটে এলেন কাজের মানুষ আশীষ

রামপুরহাট: কাজের মানুষ ডেপুটি স্পীকার তথা রোগী কল‍্যাণ সমিতির চেয়ারম্যান আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়। বাদল অধিবেশন চলাকালীন রামপুরহাট মেডিক্যাল কলেজে সিটি স্ক‍্যান বন্ধের খবর পেয়ে, ছুটে এলেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল সরেজমিনে। তিনি ঘুরে দেখলেন সিটি স্ক‍্যান মেশিন, এক্সরে মেশিন। পাশাপাশি, মেশিনগুলো চালু রাখতে যা যা করণীয় তা নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের এম এস ভি পি পলাশ দাস সহ বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলে সত্ত্বর ব‍্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি, কালকেই অধিবেশনের শেষে এই বিষয়ে  স্বাস্থ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানান।

সরেজমিনে পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, সিটি স্ক‍্যান রুমে বা এক্সরে মেশিন রুমে কোনো জল ঢোকেনি। কোনো মেশিন খারাপ হয়নি। মূলত চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে ড্রেনের উপর দোকান পাট সরিয়ে দেওয়ার পর নোংরায় ড্রেন কিছুটা বুজে যাওয়া থেকে বিপত্তি। ওই দুটি রুমে জলের সোঁত উঠছিল। যেহেতু বিদ‍্যুৎ চালিত ওই মেশিন। তাই সতর্কতা বশত সাময়িক বন্ধ রাখা হয়েছিল। মহকুমা শাসক সহ অন‍্যান‍্য বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। জাতীয় সড়কের ধারে ড্রেন পরিস্কার হলে এই সমস‍্যা থাকবে না। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিটি স্ক‍্যানের ব‍্যাটারি খারাপ হয়ে থাকতে পারে। সেটার ব‍্যবস্থা হবে। অন‍্যদিকে, সরকারি এক্সরে মেশিন হাসপাতালে চালু আছে। পিপিপি এক্সরে মেশিনটা বন্ধ আছে। তাই রোগীদের কোনো অসুবিধা হয় নি।

রাজ্য - এর থেকে আরোও খবর

City scan stopped Rampurhat Medical College worker Ashish rushed to the news

Leave a comment