Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পল্লী গ্রামে পট খেলার আসরে আজও বিমোহিত আট থেকে আশি

Bipasha Chakraborty

Published: 29 July, 2024, 04:40 PM
পল্লী গ্রামে পট খেলার আসরে আজও বিমোহিত আট থেকে আশি

 

 দেবশ্রী মজুমদার, নলহাটি:  ঝুমুর, জারি, রাইবেশের গান, হাপুখেলার গানের মতই হারিয়ে গেছে পট খেলে কালের স্মৃতি থেকে। সময়ের পট পরিবর্তন এঁকে দেয় নতুন যুগ। মোবাইলে স্ক্রল করে রিলস দেখা আর না হয় গেমসে বুঁদ কচিকাচারা এমন নতুন আস্বাদ কোথায় পাবে পট খেলা ছাড়া।

নলহাটি দুই ব্লকের ভদ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে গাছ তলায় বসে সুর করে পটখেলা দেখাচ্ছেন চাঁদ পটুয়া। আর কই মাছের ঝাঁকের মতো ভিড় করে সেই পট খেলা বড়ো বড়ো চোখ করে দেখছে কচিকাচারা। পটুয়াদের এই পট শিল্পের উপর নির্ভর করেই সংসার। কাপড় ও আর্টপেপারে তাঁর শিল্প কর্ম। চাঁদ পটুয়ার বাড়ি মুর্শিদাবাদের ঝিল্লিখাসপুর। তিন পুরুষ ধরে চলে পটখেলা। এর উপর নির্ভর করে ছেলেমেয়েদের পড়াশোনা। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সুখ‍্যাতি তার পটের গানেও। দুয়ারে সরকারেও ডাক পেয়েছেন। তবু তার গলায় আফশোষ, প্রযুক্তির যুগে হারিয়ে যেতে চলেছে এই প্রাচীন পটখেলা। যা পটচিত্রের মধ‍্যে লোকশিক্ষা দেওয়া হয়। হিন্দু দেবদেবীদের চিত্রগান স্থান পায় পটখেলায়। অসাম্প্রদায়িক বাংলায় পট সংস্কৃতি টিভি মোবাইলের যুগে আজ অনেকটাই ব‍্যাকফুটে।

    পটের গানে ফুটে উঠেছে নারী পাচারের মত জ্বলন্ত ঘটনা। নারী নির্যাতনের পট দেখাতে দেখাতে নিজের সুরে পটুয়া চিত্রকর শোনালেন, ‘‘কি নিদারুন খবর দিল বেতার ভবন, 

              নারীরা সব হচ্ছে পাচার বাড়ছে নারী নির্যাতন।

               সবাই নিলে জোট বাঁধো হও সচেতন ,

               বাবা কাঁদছে মা কাঁদছে কাঁদছে স্বজন, 

                  সবে মিলে বন্ধ কর নারী নির্যাতন।’’

 পট খেলায় কচিকাচাদের নীতিমালা এবং গার্হস্থ্য জীবন ছুঁয়ে অনেক কথা কাহিনী এই পট খেলায় মাতোয়ারা ভিড় বেশ কিছুক্ষণ।

গৃহবধূ পূর্ণিমা দাস বলেন, বাচ্চাদের তো মোবাইল ছাড়ানো যায় না। আজকে পট খেলা দেখাতে এসেছে শুনতে পেয়ে ধরে নিয়ে গেলাম বাড়ির কাছেই। পটখেলা দেখে তো তাদের চোখ সরে না। আসলে বাচ্চারা যা চায় আমরা তা দিতে পারি না। বাচ্চাদের খুশি করা পটের গান যেমন ছিল। তেমনি ছিল, "মেজো বউ বলে, গায়ে খুব জ্বর। তরকারি কুটবো না, নিকাবো ঘর।" এমন সহজ সরল গার্হস্থ্যের গান পট খেলা ছাড়া কোথাও দেখা মেলে না।

Leave a comment