Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

হোটেলে গেস্টদের যাবতীয় তথ্য আপলোড হবে পুলিশের অ্যাপে! হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ

Bipasha Chakraborty

Published: 05 August, 2024, 02:14 PM
হোটেলে গেস্টদের যাবতীয় তথ্য আপলোড হবে পুলিশের অ্যাপে! হাওড়া সিটি পুলিশের অভিনব উদ্যোগ

 

 

আইভি আদক, হাওড়া: কয়েকদিন আগেই শিবপুরের হোটেলে মধুচক্রের হদিসের পর এবার হাওড়া সিটি পুলিশের নতুন অ্যাপ চালু হতে চলেছে। হাওড়ার যে কোনও হোটেলে গেস্ট ঢুকলেই তাঁদের ছবি সহ তাঁর পরিচয় আপলোড করতে হবে হোটেল কর্তৃপক্ষকে।

হাওড়া স্টেশন চত্বরে বার বার দেখা গেছে অন্য এলাকায় ক্রাইম করে এখানে হোটেলে লুকিয়ে থাকতে। পাশাপাশি বেশ কিছু সন্ত্রাসবাদী সংগঠনের সাথে যুক্তদেরও হদিস মিলেছে হাওড়ার বিভিন্ন হোটেল থেকে। এবার থেকে প্রতিদিন আপলোড করতে হবে হোটেলর গেস্টের পরিচয়।

এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, শীঘ্রই একটি পরিকল্পনা নেওয়া হচ্ছে হোটেলে যে সমস্ত অতিথি আসে তাদের সম্পূর্ণ তথ্য একটি অ্যাপের মাধ্যমে আসবে। যদি কোনও বেআইনি কাজ হয় বা কোনও বহিরাগত এখানে এসে থাকছেন এমন ঘটনা যদি আমাদের গোচরে আসে তাহলে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনও অবৈধ কাজ হয় তাদের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।

Leave a comment