Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

অলিম্পিক গেমসে পদক জয়ী মনুকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, 'দেশের জন্য গর্বের' বললেন মমতা

Kibria Ansary

Published: 28 July, 2024, 08:37 PM
অলিম্পিক গেমসে পদক জয়ী মনুকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, 'দেশের জন্য গর্বের' বললেন মমতা

কিবরিয়া আনসারী: প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক গেমসে শ্যুটিংয়ে পদক জিতে ইতিহাস রচনা করেছেন মানু ভাকের। এবার তাঁকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরেকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে অলিম্পিক্স পদক জিতে সাফল্য দিতে পেরেছেন তিনি। দেশের জন্য এটি গর্বের মুহূর্ত।’

উল্লেখ্য, ১০ মিটার এয়ার পিস্তল ফাইনালে ব্রোঞ্জ জিতেছে ভারত। শুটিং ইভেন্টে পদক পেয়েছেন ভারতের মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক গেমসে শ্যুটিংয়ে পদক জিতে ইতিহাস রচনা করেছেন তিনি। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন মনু। এদিন প্রথম থেকেই পদকের দৌড়ে ছিলেন তিনি। প্রথম কয়েকটা রাউন্ডের পর প্রথম তিন থেকে একবারের জন্যও সরানো যায়নি তাঁকে। তাঁর সামনে ছিলেন দুই কোরিয়ান প্রতিযোগী। তিন প্রতিযোগীর মধ্যে পয়েন্টের তফাৎ ছিল একেবারেই সামান্য। দ্বিতীয় স্থানে থেকে রুপোর দৌড়ে ছিলেন মনু।
এদিকে, অর্জুন বাবুতা এবং রমিতা জিন্দালও পুরুষ ও মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে যোগ্যতা অর্জন করে ভারতের পদকের আশা বাড়িয়ে দিয়েছেন। এর আগে পুরুষদের সিঙ্গল স্কালসে রেপেচেজ রাউন্ডে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন রোভার বলরাজ পানওয়ার।

রাজ্য - এর থেকে আরোও খবর

Mamata congratulates Olympic Games medalist Manu 'proud for the country' says Chief Minister

Leave a comment