Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নির্দেশিকা জারি মুখ্যসচিবের

ইমামা খাতুন

Published: 19 September, 2024, 09:00 PM
স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নির্দেশিকা জারি মুখ্যসচিবের

পুবের কলম প্রতিবেদকঃ স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য প্রশাসন  রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজের নিরাপত্তা, সুরক্ষায় কী কী করতে হবে তার তালিকা তৈরি করে স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠালেন মুখ্যসচিব মনোজ পন্থ পাশাপাশি সরকারি হাসপাতাল মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে ইতিমধ্যে রাজ্যের অবসরপ্রাপ্ত ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে বিশেষ দায়িত্ব দিচ্ছে রাজ্য

বৃহস্পতিবার বিকেলে নবান্নের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে সেখানে প্রতিটি মেডিক্যাল কলেজ সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, চিকিৎসা কর্মীদের সুরক্ষা নিরাপত্তায় স্বাস্থ্য দফতরকে দশটি পয়েন্ট উল্লেখ করে তা দ্রুত রূপায়ণের নির্দেশ দেওয়া হয়েছে

জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে ইতিমধ্যেই  কলকাতা পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছে রাজ্য বদল আনা হয়েছে স্বাস্থ্য দফতরের শীর্ষ দুটি পদেও এরপরও মেডিক্যাল কলেজ, হাসপাতালের নিরাপত্তা-সুরক্ষার দাবিতে কর্মবিরতিতে অনড় রয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা

Leave a comment