Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

আরজি করে রাজ্যপাল, সুবিচারের আশ্বাস দিলেন সাংবিধানিক প্রধান

Kibria Ansary

Published: 15 August, 2024, 02:44 PM
আরজি করে রাজ্যপাল, সুবিচারের আশ্বাস দিলেন সাংবিধানিক প্রধান

পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাধীনতা দিবসের আগের দিন প্রতিবাদের রাতেই বহিরাগতদের তাণ্ডবে তছনছ হয়ে গেল আর জি কর হাসপাতালের জরুরি বিভাগ৷ চলল বেপরোয়া ভাঙচুর৷ রড, লাঠি নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ল বহিরাগতরা৷ এমনকি, পুলিশের পাশাপাশি উপস্থিত চিকিৎসক-নার্সদেরও আক্রমণ করার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে৷ সেই ঘটনার পর আরজি কর হাসপাতালে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। কথা বললেন ভাঙা ধরনামঞ্চে থাকা আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে। আশ্বাস দিলেন সুবিচারের, পাশে থাকার। এদিকে বুধবার রাতের ভাঙচুরের ঘটনায় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী সৌম্য শুভ্র রায়।

রাজ্য - এর থেকে আরোও খবর

RGG and assured justice the constitutional chief Bengal Governor in RG Kar

Leave a comment