পুবের কলম, ওয়েবডেস্ক: ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির বিরোধী সদস্যরা মঙ্গলবার দুপুরে সাক্ষাৎ করেন লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে। পিটিআই জানিয়েছে, স্পিকারের সঙ্গে দেখা করার টিমে ছিল তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, আমআদমি পার্টি, ডিএমকে এবং সমাজবাদী পার্টির সাংসদরা। স্পিকারের সঙ্গে কথা বলে বাইরে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা স্পিকারের কাছে গিয়েছিলাম জেপিসি চেয়ারম্যানের একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে অভিযোগ জানাতে। স্পিকার আমাদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন এবং জানিয়েছেন, তিনি এই ব্যাপারে খুব তাড়াতাড়ি নির্দেশ দেবেন। এদিনের আলোচনা ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তিনি আমাদের দাবির প্রতি যে অত্যন্ত সহানুভূতিশীল তার পরিচয় পাওয়া গেল। কল্যাণ জানান, মনোযোগ দিয়ে আমাদের যুক্তিগুলি শুনেছেন স্পিকার। তিনি প্রতিশ্রুতি দিলেন অতি শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
আম আদমি পার্টির সঞ্জয় সিং এবং ডিএমকের ডি রাজাও মিডিয়ার সামনে এই মনোভাব ব্যক্ত করেন। তাঁরা জানান, আলোচনার বিষয় বাইরে প্রকাশ করা যায় না। তবে তাঁরা যে উদ্দেশ্যে গিয়েছিলেন সেটা সফল। তাঁরা লিখিতভাবে স্পিকারকে জানিয়েছেন কোন কোন বিষয়ে চেয়ারম্যান জগদম্বিকা পলের কার্যপদ্ধতিতে আপত্তি রয়েছে তাঁদের। স্পিকারের কাছে জমা দেওয়া মেমোর্যান্ডামে স্বাক্ষর রয়েছে আসাদউদ্দিন ওয়াইসি, মুহাম্মদ জাভেদ, ইমরান মাসুদ, সঞ্জয় সিং, ডি রাজা, কল্যাণ বন্দ্যোপাধ্যায়েয়।
Read More: উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিশিষ্টদের
তাঁরা কি জেপিসি থেকে ইস্তফা দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে কল্যাণ বলেন, যেহেতু স্পিকার বিষয়টি নিজে দেখবেন বলেছেন, সেই আশ্বাসের পর আমরা ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। জেপিসির বৈঠকে অংশগ্রহণ করা হবে, তবে আমরা মেমোর্যান্ডামে লিখেছি চেয়ারম্যান যেন একতরফাভাবে আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই কোনও সিদ্ধান্ত না নেন। উল্লেখ্য, গতকালই ক্ষুব্ধ বিরোধী সদস্যরা জেপিসি বৈঠক ছেড়ে বের হয়ে আসেন। এদিকে লোকসভার শীতকালীন অধিবেশনের সময় ঘোষণা হয়ে যাওয়ায় জেপিসির উপর কিছুটা চাপ বেড়ে গেল। আগামী অধিবেশনের প্রথম সপ্তাহেই জেপিসি রিপোর্ট জমা করার নিয়ম। সেই মোতাবেক নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই রিপোর্ট চূড়ান্ত করে ফেলতে হবে।
1 Comment
Pingback: দিল্লির দূষণ নিয়ে পুলিশ এবং সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ – Puber Kalom – Bengali News Daily