পুবের কলম, ওয়েব ডেস্কঃ অসমে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে খসড়া ভোটার তালিকায় ব্যাপক অসংগতি নিয়ে এবার সরব হলেন কংগ্রেস নেতা তথা বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরি। পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ, গাইডলাইন উপেক্ষা করে তালিকা প্রস্তুত-সহ অন্যান্য বিষয় তুলে শীঘ্রই উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছেন বলে জানান হাফিজ রশিদ সাহেব।
গোটা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় ব্যাপক অসংগতি ধরা পড়েছে। তালিকা প্রকাশের পর বহু মানুষের নাম যেমন বাদ পড়েছে, তেমনই সরকারি গাইডলাইনকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন রশিদ সাহেব। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটার তালিকা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। প্রতিটি জিপিতেই ব্যাপক হারে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। সরকারি গাইডলাইন ভেঙে এক একটি রেভিনিউ ভিলেজকে কয়েক টুকরো করে পৃথক পৃথক জেলা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়ে শীঘ্রই তিনি গুয়াহাটি হাইকোর্টে মামলা দায়ের করবেন বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরি।