পুবের কলম ওয়েব ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি মারা গেছেন। আজ শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাত ৪.৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল আমির খান আর করিনা কাপুরের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে।বর্ষীয়ান এই অভিনেতা বলিউডের ব্লকবাস্টার চলচ্চিত্র ৩ ইডিয়টস, কেদারনাথ, পানিপথ এবং আরো অনেক ব্যবসাসফল সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত ছিলেন। টিভি নাটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি।
উল্লেখ্য, এই বছরের শুরুর দিকে বিরল দীর্ঘমেয়াদী রোগ মায়াস্থেনিয়া গ্র্যাভিসে আক্রান্ত হয়েছিলেন এই প্রবীণ অভিনেতা।
১৯৯১ সালের ‘চাণক্য’ নাটকে রাজা পোরাসের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ বালি। সেরা প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিতও হয়েছিলেন। তার শেষ সিনেমা ‘গুডবাই’। দক্ষিণের অভিনেত্রী রাশমিকা এই সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন।
প্রসঙ্গত, একুশ থেকে বাইশের মাঝে একাধিক নক্ষত্রের পতন হয়েছে ভারতীয় সিনেমা জগতে। প্রয়াত হয়েছেন বাপি লাহিড়ি, লতা মঙ্গেশকর, পণ্ডিত বীরজু মহারাজ,l সন্ধ্যা মুখোপাধ্যায়, কেকে, পণ্ডিত শিব কুমার শর্মার মত বড় বড় শিল্পীরা। স্বাভাবিকভাবেই একের পর এক জনপ্রিয় শিল্পী বিয়োগে শোকস্তব্ধ হয়ে পড়েছে সারা দেশ। বেশ কয়েকদিন আগেই চির ঘুমের দেশে গেছেন দেশখ্যাত কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব।