পুবের কলম, ওয়েবডেস্ক: বিতর্কে জনপ্রিয় লোকসংগীত শিল্পী নেহা সিং রাঠোর। ‘ইউপি মে কা বা’ সহ তার একাধিক গানের জন্য নেহাকে নোটিশ পাঠাল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, যোগী সরকারকে কটাক্ষ করে এই গান গেয়েছেন শিল্পী নেহা। তার কাছে আগামী তিনদিনের মধ্যে জবাব তলব করেছে রাজ্যের আকবর কোতোয়ালি থানার পুলিশ।
কানপুরে জমি উচ্ছেদ ঘিরে বুলডোজ কাণ্ডে মা ও মেয়ে জীবন্ত পুড়ে মৃত্যুর ঘটনার পরেই নেহা তার ট্যুইটার হ্যান্ডেল, ফেসবুক, ইউটিউব চ্যানেলে ‘ইউপি মে কা বা’ সহ কয়েকটি গান পোস্ট করেন। তার পরেই নেহার বিরুদ্ধে যোগী সরকারকে কটাক্ষ করার অভিযোগ ওঠে।
আকবরপুরের সার্কেল অফিসার প্রভাত কুমার জানান, নেহার বিরুদ্ধে গানের মধ্য দিয়ে সমাজের মধ্যে বৈষম্য ছড়ানোর অভিযোগ উঠেছে। তিনদিনের মধ্যে তার কাছ থেকে জবাবদিহি তলব করা হয়েছে। নোটিশে নেহার কাছে জানতে চাওয়া হয়েছে, ইন্টারনেট মিডিয়া প্ল্যাটফর্মে যে গানগুলি পোস্ট করা হয়েছিল সেগুলি তিনি নিজেই লিখেছেন, না অন্য কারুর লেখা। যদি নেহার কাছ থেকে কোনও জবাব না আসে, তাহলে ফের তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, বিজেপি সাংসদ, ভোজপুরি তারকা রবি কৃষণের ‘ইউপি মে সব বা’-এর পরেই ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে নেহা ‘ইউপি মে কা বা’ গানটি গেয়েছিলেন।