কলকাতাSaturday, 16 April 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

দু’বছর পর ‘বিশ্ববাণিজ্য সম্মেলন’, নিউ টাউন উপনগরী জুড়ে তুঙ্গে প্রস্তুতি

mtik
April 16, 2022 7:19 pm
Link Copied!

ফারুক আলম: চলতি মাসের ২০ ও ২১ এপ্রিল নিউ টাউনে বসছে ‘বিশ্ববাণিজ্য সম্মেলন’। করোনার দাপটে বিগত দু’বছর বিশ্ববাণিজ্য সম্মেলন সম্ভব হয়নি। তাই এবার সেই কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই নিউ টাউনে দু’দিন ব্যাপী বিরাট আকারে বিশ্ববাণিজ্য সম্মেল করতে উদ্যোগী রাজ্য সরকার।

উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখিত ২০১১ সালে ক্ষমতা আসার পর থেকে আন্তর্জাতিক মানের এই বাণিজ্য সম্মেলনের উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য, রাজ্যে বিদেশি বিনিয়োগ শিল্প ও কর্মসংস্থান।

করোনা পরবর্তীতে এবার ২০২২-এ আন্তর্জাতিক মানের ওই বাণিজ্য সম্মেলন আয়োজন করতে কলকাতার উপনগরী শহরে জুড়ে প্রস্তুতি তুঙ্গে। নিউ টাউনকে চমকপ্রমদ করে তুলতে রাত-দিন এক করে চলছে যাবতীয় প্রস্তুতি কাজ। সম্মেলনে যোগদান করতে আসা দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিদের যাত্রা পথের দু-ধার হয়ে উঠছে চোখ ধাঁধানো। এক্ষেত্রে দমদম বিমানবন্দর থেকে নিউ টাউনের মূল প্রবেশ পথ বিশ্ববাংলা সরণির দুই পাশের ডিভাইডার জুড়ে নতুন ভাবে নীল-সাদা রঙের আবরণে ফুটে উঠছে। রাস্তার সৌন্দর্যায়নের হাল ফেরাতে নিয়মিত ঝাড়ু,  গাছে জল ছেটানো গাছের বেড় গুলিকে রঙীন করে তোলা ও নতুন করে কারপেটে ঘাস বসানো ছাড়াও প্রয়োজন বুঝে রাস্তার দু’পাশের জঙ্গল কাটার কাজ করছে সাফাই কর্মীরা। আগত অতিথিদের গাড়ির যাত্রা পথের ক্ষত চিহ্নিত করে রাস্তায় পিচের প্রলেপ পড়ছে। বিশ্ববাংলা সরণির রাস্তার আলো ছাড়াও দু’পাশের ল্যাম্প পোস্ট জুড়ে নীল-সাদা রঙের টুনি লাইটে সেজে উঠছে। সে কাজে কর্মরতরা বলছেন, আলোর রোশনাই অতিথিদের ‘ওয়েলকাম’ গেট তৈরি হচ্ছে। সেই আলোকসজ্জায় বিশ্ববাংলা লোগো এবং সরকারি নানান কর্মকাণ্ডের সাফল্যের ছবিও ফুটে উঠবে। নারকেল বাগানের বিশ্ববাংলা গেটের একেবারে নিচ অংশ জুড়ে তুলির টানে আলপনা ফুটে উঠেছে। এদিকে হিডকো দফতর পার্শ্বস্থ বিশ্ববাণিজ্য সম্মেলন ময়দান বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মাঠেরও অমূল ভোল বদল হয়েছে। সেখানে অস্থায়ী হ্যাঙ্গার নির্মাণ কাজ চলছে জোরকদমে।

শনিবার সংশ্লিষ্ট মাঠটি ঘুরে দেখা গেছে, ছোট-মাঝারি ও বড় মিলিয়ে অস্থায়ী কমবেশি ২০ টি হল ঘর তৈরি হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ঘরেই রয়েছে বিশ্রামের জায়গা। প্রায় প্রতিটি হলের সঙ্গে থাকছে আধুনিক মানের ওয়াশরুম ও টয়লেট। এই গোটা মাঠটির বাইরে অংশে বিশ্ব বাণিজ্য সম্মেলন সম্বলিত হোডিং ফ্লেক্স ব্যানারে মুড়ে ফেলা হচ্ছে। বিধাননগর পুলিশ সূত্রে খবর, বিশ্ববাণিজ্য সম্মেলন সফল করতে পুলিশি নজরদারির কাজ শুরু হয়েছে। সম্মেলনের মাঠে অতিথিদের প্রবেশের সুবিধার্থে কনভেনশনের সামনের রাস্তার দুটি কাট-আউট অস্থায়ী ভাবে খুলে গেছে।