পুবের কলম প্রতিবেদক কলকাতার গল্ফগ্রিন এলাকার এক নির্মীয়মাণ বাড়ির রিজার্ভারে নেমে কাজ করার সময় মারা গেলেন দুই শ্রমিক। শনিবার দুপুরে এমনই ঘটনা ঘটে। জানা গিয়েছে– রিজার্ভার পরিষ্কারের সময় গ্যাসের জেরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর– এদিন দুপুরে গল্ফগ্রিনের কাছে একটি নির্মীয়মাণ বাড়িতে রিজার্ভারে কাজ চলছিল। প্রথমে একজন শ্রমিক রিজার্ভারে নামেন। তবে বেশ কিছু সময় পার হয়ে গেলেও তার কোনও সাড়াশধ মিলছিল না।
কেন তার সাড়া পাওয়া যাচ্ছে না? সেই খোঁজ নিতে আরও একজন শ্রমিক রিজার্ভারে নামেন। তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অনেক ডাকাডাকির পরেও রিজার্ভারে নামা কারও সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে খবর পৌঁছায় পুলিশের কাছে।
খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় গল্ফগ্রিন থানার পুলিশ। পুলিশই রিজার্ভার থেকে ওই দুজন শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর– রিজার্ভারে থাকা গ্যাসের ফলেই শ্বাসকষ্ট হয় শ্রমিকদের। জানা গিয়েছে– নিহত দুই শ্রমিকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে। পুলিশ সবদিক তদন্ত করে খতিয়ে দেখছে।