পুবের কলম ওয়েবডেস্কঃ আহিরীটোলা, হাওড়ার পর ফের ভেঙে পড়ল বাড়ি । এবার ঘটনাস্থল বড়বাজার সংলগ্ন রবীন্দ্র সরনী এলাকা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহত হয়েছেন দু জন, আহত দু জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পোঁছেছে পুলিশ, পুরসভার উদ্ধারকারী দলের সদস্যরা।(ছবি প্রতীকী)
বিস্তারিত আসছে