কলকাতাMonday, 28 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

বিধানসভায় তুলকালাম, সাসপেন্ড ৫ বিজেপি বিধায়ক, শুভেন্দুর ঘুসিতে নাক ফাটল তৃণমূল বিধায়কের

mtik
March 28, 2022 1:07 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের বিধানসভায় বিক্ষোভ। রামপুরহাট কাণ্ড নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি বিধায়করা। আর বিক্ষোভ পৌঁছল হাতাহাতিতে। বিজেপি ও তৃণমূল বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি।  ঘটনায় শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিধায়ক সাসপেন্ড করা হল।  এর মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, মনোজ টিগগা, শঙ্কর ঘোষ, দীপক বর্মণ, নরহরি মাহাতো।

শুভেন্দুর বিরুদ্ধে ঘুসি মারার অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার অভিযোগ, আমাকে ঘুসি মেরেছে শুভেন্দু। নাক দিয়ে রক্ত পড়ছে। চশমা ভেঙে দেওয়া হয়েছে। তলপেটে লাথি মারার অভিযোগ। এমনকী মেয়েদের ধাক্কা দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, ‘সাদা পোশাকে প্রথমে পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে। এর পর তৃণমূল বিধায়করা হামলা চালায়।
অনির্দিষ্টকালের জন্য বিধানসভায় স্পিকারের সামনেই তৃণমূল বিধায়কদের হাতাহাতি। বিজেপি বিধায়কদের জামা কাপড়ও ছিঁড়ে দিয়েছে। বিরোধীদেরও কন্ঠরোধ করা হচ্ছে।’

এদিকে এই ঘটনায় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাঁর নাকের হাড় ভেঙেছে বলে জানা গেছে।

বীরভূমের রামপুরহাটের বগটুইয়ের নৃশংসতা নিয়ে সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। দাবি করতে থাকেন মুখ্যমন্ত্রীর বিবৃতির। সেই নৃশংস ঘটনায় নিয়ে আলোচনার দাবি তুলতে থাকেন তাঁরা। এই ঘটনা বিধানসভায় বেনজির বলেই দাবি রাজনৈতিক মহলের।