পুবের কলম প্রতিবেদকঃ তড়িঘড়ি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট গড়ল আলিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও গবেষক। উল্লেখ্য, শুক্রবার পিএইচডি বিতর্ককে কেন্দ্র করে উপাচার্যকে ঘেরাও করে ছাত্রদের একাংশ। ওইদিন সন্ধ্যে নাগাদ উপাচার্যকে কিছু পড়ুয়া ও গবেষক উদ্ধার করে নিয়ে যায়। এই নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পড়ুয়াদের একাংশের বাকবিতন্ডা হয়। এর পরই গবেষক ও পড়ুয়াদের একাংশ আলিয়ায় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট গড়ে তোলার উদ্যোগ নেয়। তবে ছাত্র-গবেষকদের একাংশের তড়িঘড়ি টিএমসিপির ইউনিট খোলাকে কেন্দ্র করে প্রশ্ন তৈরি হয়েছে।
জানা যাচ্ছে বিক্ষোভকারী ছাত্রদের অনেকেই তৃণমূলের সমর্থক বলেও দাবি করা হয়েছে। এদিকে অন্য একদল ছাত্রছাত্রী বিভিন্ন ইস্যুকে ভিত্তি করে আলিয়ায় বিক্ষোভ চালাচ্ছে।
সেই সব ছাত্রছাত্রীদের বিক্ষোভকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসা ছাত্র সংগঠন সমর্থন করছে বলেও সম্প্রতি আলিয়ার মিছিলে অংশগ্রহণকারী যাদবপুরের কিছু পড়ুয়া ও গবেষকদের বক্তব্য।