কলকাতাMonday, 7 February 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্রসদনে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা, রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

mtik
February 7, 2022 3:57 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্কঃ সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে রাজ্যের তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়। সোমবার রবীন্দ্র সদনে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রয়াত সঙ্গীতশিল্পীর ছবিতে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ব্যবস্থা রাখা হচ্ছে। সেখানে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক নেতা-নেত্রীরা। সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলের স্তবক, মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সোমবার দুপুর ২টোর পর সরকারি অফিস বন্ধ থাকবে। সারা রাজ্যে ১৫ দিন ধরে বাজবে প্রয়াত সঙ্গীতশিল্পীর অমর সব গান। সারা দেশে তাঁর ভক্ত রয়েছে। কেন্দ্রের তরফে দুদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

রবিবার সকাল ৮.১২ নাগাদ প্রয়াত হন ভারতরত্ন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গত ২৮ দিন ধরে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনা আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। তাঁর বয়সের কথা ভেবে পরিবারের তরফ থেকে এই কিংবদন্তী শিল্পীকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালে তরফ থেকে জানানো হয় করোনার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসায় সাড়া দিয়ে অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠেন তিনি। ফের শারীরিক অবস্থার অবনতি শুরু হয় শনিবার রাত থেকেই।

রবিবার সকালেই সেই করুণ খবর জানানো হয় হাসপাতালের তরফে। ঘটনায় শোকে ভাষা হারায় গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক ট্যুইটে শোকজ্ঞাপন করেন। শোকজ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য হয় সম্পন্ন হয়। সেনা তরফে সম্মান জানানো হয়।

শেষকৃত্যে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্বভ ঠাকরে। তারকা জগতের অন্যতম অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চন, শাহরুখ খান সহ একাধিক নামী-দামি অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত হন।

স্বস্ত্রীক উপস্থিত ছিলেন ক্রীড়া জগতের অন্যতম ব্যক্তিত্ব শচীন তেণ্ডুলকর। একাধিক পুরোহিতের উপস্থিতিতে সকলের প্রিয় লতাজির শেষকৃত্য সম্পন্ন হয়। মঙ্গেশকর পরিবারের সকলেই অশ্রুজলে বিদায় দেয় তাঁদের প্রিয়দিদিকে।