পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন প্রখ্যাত টলিউড অভিনেত্রী সোনালী চক্রবর্তী। তাঁর স্বামী অভিনেতা শঙ্কর চক্রবর্তী নিজেই সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই কথা জানিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি লিভারের সমস্যায় ভুগছিলেন। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভোর সাড়ে চারটে নাগাদ চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে প্রয়াত হন তিনি অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন লিভারের সমস্যায় ভুগছিলেন তাঁর স্ত্রী। লিভারে জল জমছিল। চিকিৎসকরা প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন।কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। শঙ্কর চক্রবর্তী ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করে লেখেন , ‘ভরা থাক স্মৃতিসুধায়।’ বয়স হয়েছিল ৫৯।
অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সকালে প্রকাশ করা হয় তাঁর শোকবার্তা৷ শোকবার্তায় বলা হয়েছে ‘‘বিশিষ্ট অভিনেত্রী সোনালি চক্রবর্তীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়রা সোনালির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।গাঁটছড়া’ সিরিয়ালের মুখ্য চরিত্র খড়ির (শোলাঙ্কি রায়) জেঠিমার ভূমিকায় দেখা যায় তাঁকে। আজ, সোমবার কেওড়াতলা মহাশ্মশানে সোনালী চক্রবর্তী শেষকৃত্য সম্পন্ন হবে। সোনালী রেখে গেলেন স্বামী শঙ্কর চক্রবর্তী একমাত্র কন্যা এবং অসংখ্য গুণমুগ্ধকে।