কলকাতাFriday, 28 January 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনে সাড়ে তিন লক্ষ সংখ্যালঘু ছাত্রছাত্রীর সুযোগ

mtik
January 28, 2022 8:30 am
Link Copied!

সেখ কুতুবউদ্দিনঃ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস’ স্কলারশিপে এবার সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সুযোগ পাবেন। এই প্রক্রিয়া চালু করল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। বুধবার বিত্ত নিগমের এক আধিকারিক জানান, স্বামী বিবেকানন্দ¨ স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে উচ্চ শিক্ষায় পড়ুয়াদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল।  সেই সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিত্ত নিগম।

বিত্ত নিগমের এক আধিকারিক জানান,  ৬০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা সুযোগ পাবেন। বিএড-মড’দেরও খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে। প্রায় ৪ লক্ষ ছাত্রছাত্রী সুযোগ পাবেন বিবেকানন্দ স্কলারশিপে। বিত্ত নিগমের ওয়েবসাইটে গিয়ে সিস্টেমে যেতে হবে। মঙ্গলবার থেকে সিস্টেম চালু হয়েছে।

পদ্ধতি  প্রসঙ্গে বিত্ত নিগম জানিয়েছে, ডব্লিউবিমডিএফসি’র ওয়েবসাইটে স্কলারশিপে যেতে হবে। একটি হোম পেজ থাকবে। সেখানে গিয়ে ‘অ্যাপ্লিকেশন আইডি’ দিয়ে ঢুকে ‘সুইচ ওভার টু  স্বামী বিবেকানন্দ¨ স্কলারশিপ’।

বলা হচ্ছে, সিস্টেমে গিয়ে বাকি প্রক্রিয়াগুলি সম্পন্ন করতে হবে।  বাকী প্রক্রিয়া বলতে, মার্কশিট, ইমকাম সার্টিফিকেট, ইনস্টিটিউট বোনাফাইট সার্টিফিকেট প্রভৃতি আপলোড করে লক করতে হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরাও ৬০ শতাংশ নম্বর থাকলে

‘স্বামী বিবেকানন্দ¨ মেরিট কাম মিনস স্কলারশিপ’ পাবেন।  কিন্তু কিছু সমস্যার কারণে বিবেকানন্দ¨ স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছিলেন সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। সেই সমস্যা সমাধান করলো বিত্ত নিগম।

স্বামী বিবেকানন্দ¨ স্কলারশিপ অমুসলিম ছাত্রছাত্রীরা পেলেও সংখ্যালঘু ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছিলেন। এই নিয়ে উচ্চশিক্ষা দফতরকে চিঠি পাঠায় সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম। চিঠির উত্তর না পেয়ে পুনরায় ‘রিমাইন্ডার লেটার’ পাঠায় বিত্ত নিগম।  স্বামী বিবেকানন্দ¨ স্কলারশিপের জন্য উচ্চশিক্ষা দফতরের ছাড়পত্র মিললে সাড়ে তিন লক্ষের বেশি ছাত্রছাত্রী সুবিধা পাবেন।

বিত্ত নিগমে ইতিমধ্যে ৫টি স্কলারশিপের জন্য আবেদন জমা পড়েছে ৫৩ লক্ষের বেশি। যা গতবছর থেকে আবেদন ৫ লক্ষ বেশি জমা পড়েছে। স্বামী বিবেকানন্দ¨ স্কলারশিপে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ থেকে পিএইচডি আবেদনকারীদের ফিল্টার করা করা করা হচ্ছে।

রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে, কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের স্কলারশিপ চালু রয়েছে। একাধিক স্কলারশিপে আবেদন করা হলেও ছাত্রছাত্রীরা যেকোনও একটি স্কলারশিপের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক স্কলারশিপে আবেদন করা হলেও একটি স্কলারশিপ গ্রহণযোগ্য হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

ছাত্রছাত্রীদের প্রশ্ন, নন-মাইনরিটি পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বর থাকলেই বিবেকান¨ স্কলারশিপ পাচ্ছেন। কিন্তু সংখ্যালঘু দফতরের পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও তাদের আবেদনের সুযোগ মেলেনি। বিএড, এমএড ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষা দফতর স্কলারশিপ দিলেও সেই সুবিধা এ’নও মাইনরিটি পড়ুয়াদের জন্য চালু করা হয়নি। বিত্ত নিগম জানিয়েছে, শিক্ষা দফতরের কাছে বিএড, এমএড ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্য চিঠি করা হয়েছে। আশা করি, সমস্যা সমাধান দ্রুত করা সম্ভব হবে। কন্যাশ্রীতে আবেদনের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের নাম পোর্টালে রাখা হয়নি।