পুবের কলম প্রতিবেদকঃ শিক্ষিকাদের পাশাপাশি এমফিল-পিএইচডির ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল। এবার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটির জন্য বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC)।
এক নির্দেশিকায় ইউজিসি জানিয়েছে, ছাত্রীদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গর্ভবর্তী ছাত্রীদের উপস্থিতির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়, সেদিকেও নজর রাখতে হবে। ফর্ম জমা দেওয়া বা ভর্তির অন্যান্য প্রক্রিয়ায় যাতে ছাড় দেওয়া হয়, সে কথা ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় পড়াশোনা চলাকালীন গর্ভবর্তী হলে পডYয়াদের পড়াশোনা ছেড়ে দিতে হয়। সেই সব ছাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।
ইতিমধ্যে শিশুকে জন্ম দেওয়া বা লালন-পালনের ক্ষেত্রে এমফিল বা পিএইচডি’র ছাত্রীদের ২৪০ দিন মাতৃত্বকালীন ছুটির বন্দোবস্ত করা হয়েছে।