পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্যে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। সমাজের বিভিন্ন স্তরেই প্রতিদিন বাড়ছে সংক্রামিতর সংখ্যা। এবার পূর্বরেলে একসঙ্গে আক্রান্ত হলেন ১০০০জন কর্মী। পূর্বরেল সূত্রের খবর বেশিরভাগ কর্মীই আছেন হোম আইসোলেশনে।
পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন পূর্বরেলের হাওড়া, মালদহ, শিয়ালদহ, আসানসোল ডিভিশন মিলিয়ে কমপক্ষে হাজার জন আক্রান্ত। এঁদের মধ্যে টিটি, গার্ড, ট্রেন চালক, সহকারী ট্রেন চালকরা যেমন আছেন, তেমনই আছেন পূর্ব রেলের বেশ কিছু শীর্ষ পদাধিকারীও।
এছাড়াও হাওড়া ডিভিশনের বামনগাছি, লিলুয়া কারশেডের বেশ কিছু কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন বলে খবর।
অপরদিকে দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে খবর, গার্ডেনরিচের রেলওয়ে হাসপাতালে ডাক্তার- নার্স এবং স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১০০ জন হাসপাতালে ভর্তি আছে। এছাড়া ওই একই হাসপাতালে অন্যান্য বিভাগের ৪৪ জন রেলকর্মী ভর্তি রয়েছেন বলে খবর।
তবে পূর্ব ও দক্ষিণপূর্ব উভয় রেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প তৈরি আছে। তাই রেল পরিষেবায় এর কোন প্রভাব পড়বেনা।