পুবের কলম, ওয়েবডেস্কঃ আজ, শুক্রবার বিকেল ৪টা নাগাদ বৈঠকে বসতে চলেছে তৃণমূল। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনেই এই বৈঠক হবে। পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। আজই পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা কথা আছে। বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার পুরভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। মোট ১৪৪ ওয়ার্ডে ভোটগ্রহণ। ভোট দেবেন ৪০ লক্ষের বেশি ভোটার।
নির্বাচন কমিশন বৃহস্পতিবারই পুরভোট নিয়ে একটি বৈঠক করে জানিয়ে দেয়, মনোনয়ন দিতে প্রার্থীর সঙ্গে যেতে পারবেন ২ জন। ডোর টু ডোর প্রচারের ক্ষেত্রে যেতে পারবেন সর্বাধিক ৫ জন। কোভিডবিধি মেনেই ভোটের প্রচার করতে হবে।
সূত্রের খবর, আজ এই সব কিছু নিয়েই আলোচনা হবে এই বৈঠকে।