পুবের কলম প্রতিবেদক: শতবর্ষ পুরনো এক স্বাস্থ্যকেন্দ্র পড়ে রয়েছে বেহাল হয়ে। স্থানীয়দের দাবি থাকলেও রাজ্যের তরফে পুনর্গঠন বা চিকিৎসক নিয়োগ করা নিয়ে অনেকদিন ধরেই টালবাহানা চলছিল। অভিযোগ গ্রামের মানুষের অসুবিধা হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের কোনও নজর নেই। এমনই একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। এবার সেই মামলাতেই রাজ্যকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালত রাজ্যকে ২৫ হাজার টাকা জরিমানা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে।
এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। জানা গিয়েছে মামলায় দীর্ঘসূত্রিতার কারণেই জরিমানা ধার্য করেছে হাইকোর্ট। স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে দেরি হওয়ায় রাজ্যের কাছে তথ্য তলব করেছিল আদালত। সেই তথ্য না দেওয়ায় জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া গ্রামের হৈমবতী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল শতবর্ষ আগে। স্থানীয়রা জানান এটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল। অভিযোগ বহুদিন ধরেই অবহেলার শিকার ওই স্বাস্থ্যকেন্দ্র। হাল ফেরানোর জন্য রাজ্যের কাছে আবেদন করেও কাজ হয়নি। আগে চিকিৎসক থাকলেও বছর দেড়েক থেকে কোনও চিকিৎসক নেই। তারপর থেকে আর কোনও চিকিৎসা হয় না। ফলে প্রাথমিক চিকিৎসাটুকু থেকেই বঞ্চিত হচ্ছেন গ্রামের বাসিন্দারা।