পুবের কলম প্রতিবেদক: প্রত্যেক বছর মেলার আয়োজন করে থাকে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ। যেখানে খাদি ও গ্রামীণ শিল্পীদের উৎপাদিত পণ্য সামগ্রী বেচাকেনার বিশেষ ব্যবস্থা করা হয়। এই বছরও শুরু হল রাজ্য খাদি মেলা। পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে বৃহস্পতিবার বিকাল থেকে শুরু হল রাজ্য স্তরের খাদি মেলা। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সেই দফতরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধায়ক ও কলকাতা পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুর প্রতিনিধি মৌসুমী দাস, রতন দে, পর্ষদের চেয়ারম্যান কল্লোল খাঁ, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, সদস্য ও বিশিষ্টরা।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর খাদি এবং গ্রামীণ শিল্পের বিকাশের জন্য নানান পদক্ষেপ করা হয়েছে। আগে এই বিষয়গুলি প্রবলভাবে উপেক্ষিত ছিল। আমরা উদ্যোগী হয়ে প্রত্যেক বছর মেলার আয়োজন করেছি। এই মেলা থেকে শিল্পীরা তাদের সামগ্রী বিক্রি করে রোজগার করার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে আরও অনেক কাজ করার ইচ্ছা আছে তা নিয়েও বলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। একইভাবে রাজ্য সরকারের প্রশংসা করেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খাদি শিল্পের বিকাশের জন্য অনেক কাজ করেছে আর তার ফলে বহু মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আগামী দিনে দেশকে দিশা দেখাবে পশ্চিমবাংলা সরকার।
জানা গিয়েছে, এই মেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। যেখানে থাকবে খাদি ও গ্রামীণ শিল্পকর্মের নানান সম্ভার বেচাকেনার আসর। যোধপুর পার্কের এই মেলা প্রতিদিন দুপুর ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। ছুটির দিন অবশ্য ১২ টায় শুরু হবে। কমবেশি ১১০টি স্টল রয়েছে।