পুবের কলম প্রতিবেদক: রমযান মাসের প্রায় কুড়িটি রোযা অতিবাহিত হয়েছে। হাতে আর মাত্র ১০দিন বাকি। তারপরেই উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদ-উল-ফিতর। তার আগেই খুশির খবর দিল রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসব ভাতা বা বোনাস ঘোষণা করল নবান্ন।
সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদের বেতন ৩৭ হাজার টাকার কম তারা ৪৮০০ টাকা করে বোনাস পাবেন। ঈদের আগেই তা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
রাজ্যের ঘোষণা মতো কেবলমাত্র মুসলিম কর্মচারীরাই এ বোনাস পাবেন। হিন্দু বা অন্যান্য কর্মচারীদের জন্য পুজোর সময় বোনাস দেওয়া হবে।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মুসলিম ছাড়া অন্যান্য রাজ্য সরকারের কর্মচারীদের ২০২২ সালের ১৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই উৎসব ভাতা বা বোনাস দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের পার্শ্বশিক্ষক অন্যান্য এসএসএম কর্মীদেরও উৎসব ভাতা দেওয়া হবে। যারা সরকারি চুক্তিভিত্তিক কর্মী তারাও বোনাস পাবেন।
সেক্ষেত্রে কিছু শর্ত রাখছে সরকার। যে পার্শ্বশিক্ষক বা অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা গত আর্থিক বছরে একশো কুড়ি দিন কাজ করেছেন এবং একটি নির্দিষ্ট বেতনে কাজ করেছেন তারাই এই উৎসব ভাতার আওতায় পড়বেন।