পুবের কলম প্রতিবেদকঃ সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতর বেশ কিছু নিয়ম পরিবর্তন করেছে। তাতে নানা ক্ষেত্রে বাড়ানো হয়েছে জরিমানার অঙ্ক। যা নিয়ে প্রতিবাদ করেছে বিভিন্ন বাস ইউনিয়ন বা সিন্ডিকেট। অবশেষে বাস মালিক সংগঠনগুলির দাবিতে মান্যতা দিয়েই কমানো হল জরিমানা। এবার সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা জরিমানা দিয়েই ফিটনেস টেস্ট করা যাবে। ফলে যাদের ফিটনেস সার্টিফিকেট না থাকার জন্য বাস নামাতে পারছে না তারা ফের রাস্তায় নামাতে পারবে বাস বা পণ্যবাহী গাড়ি।
বুধবার বিকালে ফিটনেস নিয়ে নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এ দিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। মাত্র ১৫০০ টাকা দিয়েই করানো যাবে ফিটনেস পরীক্ষা।