পুবের কলম প্রতিবেদকঃ এক মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের পরিবহণ দফতর। কোর্টের তরফে বাসের ভাড়া নিয়ে রাজ্যের মতামত জানতে চাওয়া হয়েছে। এরই মধ্যে বাসভাড়া নিয়ে নিজেদের অবস্থান জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন ফিরহাদ হাকিম। সেই বৈঠকেই জানানো হয়েছে সব বাসেই রাখতে হবে রেট-চার্ট। সরকার এবার থেকে বাসভাড়া ঠিক করে দেবে।
প্রসঙ্গত সম্প্রতি ট্রাফিক আইন নিয়ে নানান অভিযোগ করছেন বাস মালিকরা। তাদের আগের থেকে বেশি জরিমানা গুনতে হচ্ছে বলেও অভিযোগ। সামান্য ভুলের জন্য পুলিশ ফাইন করছে। পার্কিং নিয়েও সমস্যার কথা বলছেন বাস মালিক সংগঠনগুলি। আবার বাসভাড়া নিয়েও রয়েছে নানান অভিযোগ। এই সমস্ত অভাব-অভিযোগ নিয়েই রাজ্যের সঙ্গে তাদের বৈঠক হয়।
বাস মালিকদের সঙ্গে বৈঠক শেষে পরিবহণমন্ত্রী ফিরহাদ জানান, বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অতিরিক্ত ভাড়ার সমস্যা মেটাতে এবার থেকে প্রতি বাসে ফেয়ার-চার্ট টাঙানো বাধ্যতামূলক করার কথাও জানানো হয়।
এ দিন জানানো হয়েছে বাসভাড়া যেমন ঠিক করে দেওয়া হবে তেমনি বাসস্ট্যান্ডে বসবে কমপ্লেন বাক্স। যেখানে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সাধারণ যাত্রীরা।
তবে রাজ্যের বেসরকারি বাস মালিকরা সরকারের সিদ্ধান্তে অখুশি। তারা ফিরহাদ হাকিমের নিদান মানতে নারাজ। বাস মালিক সংগঠনগুলির বক্তব্য- ডিজেলের দাম আকাশছোঁয়া। যে হারে জরিমানা বেড়েছে তাতে পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। সরকার ভাড়া নিয়ে বিবেচনা করুক এটাই চায় বাস মালিকরা।
রাজ্যের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন মেট্রোর রেলের কর্তারাও। মেট্রোর কাজের জন্য বিবাদী বাগের বাসস্ট্যান্ড ভাঙা পড়েছে তা নিয়েও আলোচনা হয়েছে। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন বিবাদী বাগে মহাকরণের ধাঁচে তৈরি হবে বাসস্ট্যান্ড।
সেখানে মিলবে আধুনিক সুযোগ-সুবিধা। দ্রুত এই নকশা তৈরি করে কেএমআরসিএলের হাতে তুলে দেওয়া হবে। সেই নকশা মেনেই বানানো হবে পুরনো স্ট্যান্ড।