পুবের কলম প্রতিবেদক, রামপুরহাট: ট্যাব দুর্নীতি এবার বীরভূমেও। জেলার ১৭টি স্কুলের ৮৯ জন পড়ুয়া পায়নি ট্যাবের টাকা। যার মধ্যে ৮০ জন পড়ুয়া রামপুরহাট মহকুমা এলাকার। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেলা স্কুল পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়া।
রাজ্য জুড়ে ট্যাব দুর্নীতিতে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে চার জন। সেই তালিকায় নাম জড়াল বীরভূমের। জেলায় বিষয়টি এখনও পর্যন্ত তদন্তের পর্যায়ে রয়েছে বলে জানান জেলা স্কুল পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়া। বিষয়টি অতিরিক্ত জেলা শাসক থেকে ক্রাইম ব্রাঞ্চের নজরে এনেছেন জেলা স্কুল পরিদর্শক। চন্দ্রশেখরবাবু বলেন, “পুজোর ছুটির আগে আমরা একাদশ– দ্বাদশ শ্রেণির ৫০ হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে ট্যাবের টাকা দিয়েছিলাম। এখন জানতে পেরেছি ৮৯ জনের টাকা ব্যাঙ্কে জমা পড়েনি।” তিনি আরও জানান, স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। অধিকাংশ হয়েছে রামপুরহাট মহকুমায়। মোট ১৭টি স্কুলে এরকম হয়েছে। প্রধান শিক্ষকরা একটু নজর দিলে এরকম হত না। টাকা জমা না পড়ার সংখ্যা আরও কমানো যেত। আমরা ব্যাঙ্ক গুলোকে চিঠি পাঠিয়েছি। একটি নির্দিষ্ট আকাউন্ট দেওয়া হয়েছে। সেই আকাউন্টে ওই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাঙ্কের কাছে অনুরোধ করা হয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রী টাকা পাননি দ্রুত তাদের আকাউন্টে টাকা দেওয়ার চেষ্টা করব। সেই সঙ্গে সমস্ত থানাকে চিঠি করে দেওয়া হয়েছে কোথাও প্রতারিত হয়ে থাকলে যেন অভিযোগ নেওয়া হয়।