পুবের কলম প্রতিবেদক: আগামী সপ্তাহের মধ্যেই মাদ্রাসায় শিক্ষক বদলির চূড়ান্ত তালিকা প্রকাশ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন। বুধবার কমিশন সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ খানেকের মধ্যে ফাইনাল লিস্ট বের করা হবে।
উল্লেখ্য, মাদ্রাসায় শিক্ষক বদলির জন্য আবেদন শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। অনলাইনের মাধ্যমে ৪ হাজার আবেদন জমা পরে। সমস্ত আবেদনকারীর তালিকা প্রকাশ করে কমিশন।
এদিকে কমিশনের কাছে শিক্ষকদের অভিযোগ, আবেদনকারীদের অনেকেরই বদলি হয়েছে তারাও ফের বদলির জন্য আবেদন করেন। এতে নতুন আবেদনকারীদের বঞ্চিত হওয়ার সমস্যা রয়েছে।
তাদের সংযোজন-বিয়োজনের মাধ্যমে নতুন তালিকা তৈরি করছে কমিশন। সেই প্রক্রিয়া প্রায় শেষের দিকে।
মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার শেষে সংশোধিত তালিকা অনুসারে বদলি শুরু হবে। এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন কর্মশিক্ষা-শারীরশিক্ষা ও প্রধান শিক্ষক পদে মোট ১৬ জন শিক্ষক নিয়োগ দিয়েছে। নিয়োগ দেওয়া হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তাঁদের নিযুক্ত করতে দিচ্ছে না বলে অভিযোগ।
এই বিষয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন জানিয়েছে, যে মাদ্রাসা ওই ১৬ জন শিক্ষককে নিয়োগ করতে দেয়নি তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদে পরীক্ষা নিলেও এখনও নিয়োগ করতে পারেনি। এই বিষয়ে কমিশন জানিয়েছে, আগামী কয়েকমাসের মধ্যে ফলাফল বের করে ওই পদে নিয়োগের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন ভাবে নিয়োগ শুরু করবে। তার প্রক্রিয়াও শুরু করেছে কমিশন।
এদিন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের তরফে মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। ফোরামের দাবি, দ্রুত বদলির চূড়ান্ত তালিকা প্রকাশ করে নিয়োগ করতে হবে। পাশাপাশি অন্যান্য নিয়োগও দ্রুত করার দাবি জানানো হয়েছে।
এদিন কমিশনের আধিকারিকদের সঙ্গেও ফোরামের নেতৃত্বদের আলোচনা হয়েছে। ডেপুটেশন দেওয়ার সময় ছিলেন ফোরামের সভাপতি ইসরারুল হক রবিউল ইসলাম কাইসার রশিদ মেহেদি হোসেন প্রমুখ।