পুবের কলম প্রতিবেদক স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনদিন বন্ধ থাকবে গড়িয়হাট উড়ালপুলে যানচলাচল। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে ইতিমধ্যেই এবিষয়ে নোটিশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে– ২৫ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত উড়ালপুর বন্ধ রাখা হবে। শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি থাকবে।
তবে এই তিনদিন নাগরিকদের যাতে সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য আলাদা ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। সূত্রের খবর– এই তিনদিন সমস্ত বাস– মিনিবাস– গাড়ি গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করে সেগুলিকে অন্য রুট দিয়ে ঘুরিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে গোলপার্কগামী বেশ কিছু বাস দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে ডান দিক হয়ে শরৎ বোস রোড– সাউদার্ন অ্যাভিনিউ হয়ে গন্তব্যস্থলে পৌঁছবে। উলটো দিক থেকে ফেরার ক্ষেত্রেও একই পথ ব্যবহার করতে হবে।
উল্লেখ্য– মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর নিয়মিত শহরের বিভিন্ন উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সময় রাজ্যের সেতু ও উড়ালপুলগুলির আবস্থা নিয়ে একটি সমীক্ষা হয়৷ জানা যায়– সমীক্ষা রিপোর্ট অনুযায়ী– রাজ্যে অবস্থিত ২৩১টি সেতুর মধ্যে ৬৬টি নতুন করে নির্মাণ করা দরকার৷ ৩০টির অবস্থা তো খুবই খারাপ৷ ৮৫টি সেতুর ক্ষয়ক্ষতি মাঝারি আকারের৷ বাকি ১১৬টির সামান্য মেরামতি প্রয়োজন। এরপর শিয়ালদহ ও জীবনানন্দ সেতু সহ শহরের বেশ কয়েকটি উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছিল। শহরের সমস্ত সেতু ও উড়ালপুলের হাল কী– তা জানতে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ার জানান– কোনও সেতুর ভার বহন ক্ষমতা কতটা– সেটির বিচারেই মান যাচাই হয়৷ অধিকাংশ পুরোনো সেতু ও উড়ালপুলের হাল খুব একটা ভালো নয়৷ তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নজরদারি প্রয়োজন৷ না হলে যে কোনও সময় বিপদ ঘটতে পারে৷ বিশেষ করে বর্ষার সময় টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে সেতু বসে যাওয়ার আশঙ্কা থেকে যায়।